Gold Price Today: ৭ হাজারের নীচে খাঁটি সোনা! পুজোর আগে এমন অফার আর মিলবে না… - 24 Ghanta Bangla News

Gold Price Today: ৭ হাজারের নীচে খাঁটি সোনা! পুজোর আগে এমন অফার আর মিলবে না…

0

Gold Price Today: ৭ হাজারের নীচে খাঁটি সোনা! পুজোর আগে এমন অফার আর মিলবে না…

কলকাতা:  লক্ষ্মীবারে মুখ ভার সোনাপ্রেমীদের। ফের বাড়ল হলুদ ধাতুর দাম। চলতি মাসের শুরু থেকে নিম্নমুখী ছিল সোনার দর। গণেশ চতুর্থী পর্যন্ত লাগাতার কমছিল সোনার দাম। তবে পুজো কাটতই ফের দামি হল সোনা। বুধবারে একধাক্কায় অনেকটা বেড়েছিল সোনার দাম। আজ, বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না। সামান্য হলেও বাড়ল সোনার দাম। সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। আজ যদি আপনার সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর নতুন দর কত হল, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৭১৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৭ হাজার ১৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৭১ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনা কিনতে আজ খরচ হবে ৭৩২৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৭৩ হাজার ২৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৩২ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা বেড়েছে সোনার দাম।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও আজ বেড়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ৯৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৫ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা। ১৮ ক্যারেটের সোনার দামও একদিনে ১০০ টাকা বেড়েছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও আজ বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৬৬০ টাকা। ১ কেজি রপো কিনতে খরচ পড়বে ৮৬ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x