কালো পোশাক, মাথায় ফেট্টি বেঁধে প্রতিবাদে এবার সুদীপ্তার মেয়ে, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো - Bengali News | Sudipta chakraborty daughter song video goes viral on rg kar protest how she participate - 24 Ghanta Bangla News

কালো পোশাক, মাথায় ফেট্টি বেঁধে প্রতিবাদে এবার সুদীপ্তার মেয়ে, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো – Bengali News | Sudipta chakraborty daughter song video goes viral on rg kar protest how she participate

0

তিলোত্তমার প্রতিবাদে ফুঁসছে গোটা বাংলা। ফুঁসছে গোটা দেশ। কোন পথে বিচার! সকলের নজর এখন একটাই দিকে। তাই দিকে-দিকে মিছিলে মিছিলে ভরছে গলি থেকে রাজপথ। আট থেকে আশি, সকলেই জাগছেন রাত। শিশুরা হয়তো বুঝে উঠতে পারছে না, কিন্তু তারাও সমান তালে বলে চলেছেন WE WANT JUSTICE. যে ছবি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক ছবি শেয়ার করলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় কোনও ভাইরাল হওয়া ভিডিয়ো নয়। এই প্রতিবাত তাঁর বাড়ির চার দেওয়ালের মধ্যে। অভিনেত্রীর মেয়ে এবার পিয়ানো বাজিয়ে ধরেছে গান। পরণে কালো পোশাক, মাথায় কালো ফেট্টি। উই শ্যাল ওভার কাম গাইতেও দেখা গেল দুই খুদেকে। সুদীপ্তা সেই ভিডিয়ো শেয়ার করে লিখলেন, ‘গান– নিজেরা তুলেছে। বাজনা — নিজে শিখেছে (গুগল থেকে নোটেশন নামিয়ে)। জামা — নিজেরা বেছেছে। সাজ — নিজেরা সেজেছে।’

সুদীপ্তা প্রথম থেকেই এই লড়াইয়ে সামিল। তাঁর সন্তান শাহিদার এই পারফর্মেন্সকে সকলেই ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন। সুদীপ্তা লিখেছেন, ‘ওরা কিন্তু জানে কী হচ্ছে। ওরা কিন্তু বোঝে কী হয়েছে। ওরাও চায়, জয় আসুক শিগগিরই।’ প্রসঙ্গত, সুদীপ্তা প্রথম থেকেই তিলোত্তমার বিচার চেয়ে সরব হয়েছেন।


সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে পথে নেমে রাত জাগা, সবকিছুতেই তিনি আছেন। প্রতিবাদে হচ্ছেন আজও সরব। এবার তাঁর পরিবারের অন্দরমহলের ছবি করলেন শেয়ার। তাঁর মেয়েও একইভাবে এই লড়াইয়ে পা মিলিয়েছে। নিজের চেষ্টায় তুলেছে গান, গেয়েছেন পিয়ানো বাজিয়ে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল সেই ছবি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed