Richest YouTuber of India: ভিডিয়ো বানিয়েই আয় কয়েক শো কোটি! জানেন, কোন ইউটিউবারের রোজগার কত? – Bengali News | 7 richest youtubers of india
সমাজমাধ্যমে এখন প্রভাবশালীদের শেষ নেই। তাঁদের ফলোয়াড়দের সংখ্যাও নেহাত কম নয়। বরখা সিংহ, কুশা কপিলা, প্রাজক্তা কোহলি আরও অনেক অনেক নাম। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সহ আরও নানা মাধ্যম রয়েছে। তবে ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউটিউব, গুগলের পরেই সব থেকে অধিক ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানেই প্রভাবশালী হিসাবে নিজেদের কেরিয়ার গড়ে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন অনেকে। মোটিভেশনাল ভিডিয়ো থেকে কৌতুক ভিডিয়ো, ভারতের সব থেকে বেশি আয় করা ইউটিউবার কারা? তাঁদের উপার্জনই বা কত?