RG Kar: সন্দীপের হয়ে 'থ্রেট কালচার' ছড়িয়েছিল আরজি করে, ৫১ জন চিকিৎসককে তলব - Bengali News | Rg kar sent notice to 51 doctors and student for present before the enquiry committee - 24 Ghanta Bangla News

RG Kar: সন্দীপের হয়ে ‘থ্রেট কালচার’ ছড়িয়েছিল আরজি করে, ৫১ জন চিকিৎসককে তলব – Bengali News | Rg kar sent notice to 51 doctors and student for present before the enquiry committee

0

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

কলকাতা: ৫১ জন জুনিয়র চিকিৎসককে চিঠি দিল আরজি কর কর্তৃপক্ষ। ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি, পরীক্ষায় ছাত্রছাত্রীদের ফেল করানো, আর্থিক অনিয়ম, বিভাগীয় প্রধানদের হুমকি দেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। শুধু তাই নয়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসাবেও নাম উঠে এসেছে ৫১ জন চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ আরজি করের আন্দোলনকারীদের একাংশের।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

সোমবার কলেজ কাউন্সিলিংয়ের বিশেষ বৈঠকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সৌরভ পাল, আশিস পাণ্ডে, রোহন কুণ্ডু-সহ ৫১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের দাবি, এই ৫১ জন সন্দীপ ঘোষের হয়ে আরজি করে থ্রেট কালচার তৈরি করেছিলেন। দাবির প্রেক্ষিতে ৫১ জনকে বুধবার তদন্ত কমিটির সামনে হাজির হ‌ওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed