PM Narendra Modi: সেমিকন ইন্ডিয়ার উদ্বোধনের আগে বৈঠকে মোদী – Bengali News | PM Narendra Modi chaired the Semiconductor Executives Roundtable ahead of SEMICON India conference
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি: বুধবার গ্রেটার নয়ডায় সেমিকন ইন্ডিয়া সম্মেলনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে মঙ্গলবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে সেমিকন্ডাক্টর শিল্পের প্রসার নিয়ে তিনি বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
বুধবার গ্রেটার নয়ডায় তিনদিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনের সূচনা করার পাশাপাশি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তিনদিনের এই সম্মেলনের থিম ‘শেপিং দ্য সেমিকন্ডাক্টর ফিউচার’। সেমিকন্ডাক্টর শিল্পের প্রসার নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে। সেমিকন্ডাক্টর শিল্পে আন্তর্জাতিক হাব হয়ে উঠছে ভারত। এই সম্মেলনে সেমিকন্ডাক্টর ক্ষেত্র নিয়ে ভারতের কৌশল ও নীতি তুলে ধরা হবে। বিশ্বের তাবড় তাবড় সেমিকন্ডাক্টর ক্ষেত্রের বিশিষ্টজনরা এই সম্মেলনে যোগ দেবেন। বিভিন্ন কোম্পানির পদস্থ কর্তা, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নেবেন।
সেমিকন্ডাক্টর কার্যত সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের মেরুদণ্ডের মতো কাজ করে। করোনার সময় বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর জোগান ব্যাহত হয়। এই অবস্থায় দেশে শক্তিশালী সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ার লক্ষ্যে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন(আইএসএম) চালুর কথা ভাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালের ডিসেম্বরে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের(ISM) উদ্বোধন হয়। তারপর থেকে সেমিকন্ডাক্টর শিল্পে ক্রমশ এগিয়ে চলেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন, সেই দিন আর বেশি দূরেও নয়, যখন ভারত সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিশ্বশক্তিতে পরিণত হবে।
এই খবরটিও পড়ুন
সেই লক্ষ্যেই বুধবার থেকে তিনদিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলন হচ্ছে। আর সেই সম্মেলনের আগেই এদিন বাসভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশ-বিদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)