Physical Assault: আরজি কর কাণ্ডের মধ্যে রুবিতেই বাসে তরুণীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড... - Bengali News | Physical assault A woman was assaulted in a bus in Ruby - 24 Ghanta Bangla News

Physical Assault: আরজি কর কাণ্ডের মধ্যে রুবিতেই বাসে তরুণীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড… – Bengali News | Physical assault A woman was assaulted in a bus in Ruby

0

রুবি মোড়ে বাসে শ্লীলতাহানির অভিযোগImage Credit source: TV9 Bangla

কলকাতা:  এবার চলন্ত বাসের মধ্যে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে রুবি মোড়ের কাছে। চলন্ত বাসের মধ্যে শ্লীলতাহানি করে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় মেয়েটি চিৎকারে বাসের যাত্রীরা অভিযুক্তকে ধরে ফেলেন। বাসের মধ্যেই গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ।

রুবি মোড় সংলগ্ন অংশে বাসটিকে দাঁড় করিয়ে পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেয় বাসের যাত্রীরা। কসবা থানায় নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তকে। যদিও এই ঘটনাতেও বিতর্কে পুলিশ। অভিযোগকারীকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা এবং এফআইআর নেওয়ার ব্যাপারে টালবাহানা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

প্রায় দু’ঘণ্টার পর পুলিশ অভিযোগ নেয়। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বাড়ি লর্ডসের মোড়ে।। এদিন রুবি মোড় থেকে তিনি বাসে উঠে বাড়ি ফিরছিলেন। ভিড় বাসের সুযোগ নিয়ে অভিযুক্ত ওই তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed