SC On R G Kar: সিলড খামে স্টেটাস রিপোর্ট জমা, বিনা চিকিৎসায় ২৩ জন রোগী মৃত্যুর কথা উল্লেখ সিব্বলের - Bengali News | Sc on r g kar Kapil Sibal submitted the status report in a sealed envelope, mentioning the death of 23 patients without treatment - 24 Ghanta Bangla News

SC On R G Kar: সিলড খামে স্টেটাস রিপোর্ট জমা, বিনা চিকিৎসায় ২৩ জন রোগী মৃত্যুর কথা উল্লেখ সিব্বলের – Bengali News | Sc on r g kar Kapil Sibal submitted the status report in a sealed envelope, mentioning the death of 23 patients without treatment

0

সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমাImage Credit source: TV9 Bangla

নয়া দিল্লি: আরজি কর মামলায় স্টেটাস রিপোর্ট জমা দিল রাজ্য। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকেও আলাদা করে রিপোর্ট দেওয়া হয়। রিপোর্ট দেওয়ার পরই রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়,  বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সওয়াল করেন, চিকিৎসার অভাবে রাজ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের কর্মবিরতিকে দায়ী করেছে রাজ্য। চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর উল্লেখ রয়েছে স্বাস্থ্য দফতরের রিপোর্টেও।

এদিন স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার আগে রাজ্যের আইনজীবী কপিল প্রধান বিচারপতিকে জানান, সিলড খামে রিপোর্ট কেবল মাত্র সুপ্রিম কোর্টকেই দেওয়া হচ্ছে। আর তারপরই চিকিৎসকদের কর্মবিরতি চলাকালীন রোগী মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরেন তিনি।  সিবিআই-এর তরফে সলিসেটর জেনারেল তুষার মেহেতা বললেন, রাজ্য অনেক কিছুই লুকিয়ে যাচ্ছে। কেন স্টেটাস রিপোর্ট সামনে আনা হল না? তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, রাজ্য কেন স্টেটাস রিপোর্ট CBI-কে দেয়নি?

প্রধান বিচারপতি জানতে চান, আরজি কর হাসপাতাল থেকে অধ্যক্ষের বাড়ি কত দূর? রাজ্যের আইনজীবীর তরফে বলা হয়, ১৫-২০ মিনিটের দূরত্ব। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, তাহলে এফআইআর করতে এত দেরি হল কেন?  তদন্ত কতদূর এগিয়েছে, সেটাই সিবিআই-এর কাছে জানতে চান প্রধান বিচারপতি।

এই খবরটিও পড়ুন

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed