Assault: দ্বাদশ শ্রেণির ছাত্রীর অভিযোগে হাজতে প্রাক্তন গৃহশিক্ষক, 'স্যর' বললেন, 'প্রেম ছিল' - Bengali News | Assault Student's complaint of harassment against tutor, arrested - 24 Ghanta Bangla News

Assault: দ্বাদশ শ্রেণির ছাত্রীর অভিযোগে হাজতে প্রাক্তন গৃহশিক্ষক, ‘স্যর’ বললেন, ‘প্রেম ছিল’ – Bengali News | Assault Student’s complaint of harassment against tutor, arrested

0

পূর্ব মেদিনীপুর: দ্বাদশ শ্রেণির ছাত্রীকে হেনস্থার অভিযোগ প্রাক্তন গৃহশিক্ষকের বিরুদ্ধে। পথ আটকে তাকে টানাটানি, শারীরিক হেনস্থার অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাঁশকুড়ায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী রবিবার সন্ধ্যায় টিউশন পড়ে বাড়ি ফিরছিল। অভিযুক্তের কাছে সে আগে পড়ত। অভিযোগ, রাস্তায় তার পুরনো গৃহশিক্ষক পথ আটকান। তাকে টানা টানি করে এবং শারীরিক নিগ্রহ করার অভিযোগ ওঠে।

বেশ কিছুক্ষণ টানা হেঁচড়া পর কোনওমতে ওই গৃহশিক্ষকের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাড়িতে পৌঁছয় ছাত্রী। বাবা-মাকে সমস্ত বিষয় জানায় সে। এরপর রাতেই পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকা ছাত্রীর মা।

এই খবরটিও পড়ুন

অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। সোমবার তাকে তমলুক আদালতে পেশ করা হয়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ধৃত দাবি করেন, “দীর্ঘদিন যাবৎ ওই মেয়েটির সঙ্গে আমার প্রেম ছিল। বাড়িতে যাতায়াতও পর্যন্ত হত। কিন্তু মাঝে ঝামেলা হয়। তারপরেই দূরে সরে যায় মেয়েটি।” ছেলেকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন ধৃতের মা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed