Gold Price Today: পকেট ফাঁকা হবে না, ভরবে মন, আজ আবার কমল সোনার দাম! সস্তা রুপোও - Bengali News | Gold Price Today: Gold Price Decreased by 100 rs, Silver Price cut by 100 rs, Check Gold Silver Rate in Kolkata - 24 Ghanta Bangla News

Gold Price Today: পকেট ফাঁকা হবে না, ভরবে মন, আজ আবার কমল সোনার দাম! সস্তা রুপোও – Bengali News | Gold Price Today: Gold Price Decreased by 100 rs, Silver Price cut by 100 rs, Check Gold Silver Rate in Kolkata

0

কলকাতা: সেপ্টেম্বর পড়ে গিয়েছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরই দুর্গা পুজো। ইতিমধ্যেই অনেকে প্ল্যানিং শুরু করে দিয়েছেন যে পুজোয় নিজেকে কীভাবে নতুন সাজে সাজাবেন। মহিলাদের সবথেকে কাছের বন্ধু হল সোনা। আর পুজোর মাসেই লাগাতার সস্তা হচ্ছে সোনা। আজও তার ব্যতিক্রম হল না। সোনার দাম যেমন কমল, তেমন রুপোও সস্তা হল বেশ অনেকটা। আপনারও যদি সোনা-রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের সোনা-রুপোর দর কত রয়েছে জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, শুক্রবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৬৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৬ হাজার ৬৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬৬ হাজার ৮০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২৭৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ৭৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা দাম কমেছে।

এই খবরটিও পড়ুন

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৫৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৫৫০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৫ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা। একইভাবে ১০০ টাকা দাম কমেছে একদিনে।

রুপোর দাম-

আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৪৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৮৪ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x