Indian Army: রওনা দিয়েছিল বাংলা থেকে, পথে মর্মান্তিক মৃত্যু চার জওয়ানের! - Bengali News | Four Indian Army personnel killed in road accident while travelling from West Bengal to Sikkim - 24 Ghanta Bangla News

Indian Army: রওনা দিয়েছিল বাংলা থেকে, পথে মর্মান্তিক মৃত্যু চার জওয়ানের! – Bengali News | Four Indian Army personnel killed in road accident while travelling from West Bengal to Sikkim

0

দুমড়ে মুচড়ে পড়ে আছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিImage Credit source: Twitter

গ্যাংটক: বাংলা থেকে সিকিম যাওয়ার পথে, এক মর্মন্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় সেনার চার জওয়ানের। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশের বাসিন্দা প্রদীপ প্যাটেল। তিনি ছিলেন গাড়িচালক। ছিলেন মণিপুরের বাসিন্দা ডব্লিউ পিটার। সেনায় তিনি ক্র্যাফ্টসম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এছাড়া বাকি দুজন হরিয়ানার বাসিন্দা নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর বাসিন্দা সুবেদার কে থাঙ্গাপান্ডি। চারজনই পশ্চিমবঙ্গের বিনাগুড়িতে অবস্থিত সেনার এনরুট মিশন কমান্ডের সদস্য ছিলেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কালিম্পং জেলার পেডং থেকে সিল্ক রুট ধরে জুলুকের দিকে যাচ্ছিলেন তাঁরা। পথে, সিকিমের পাকিয়ং জেলায় এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, তাঁরা রেনক রংলি স্টেট হাইওয়ে ধরে যাচ্ছিলেন। দালোপচাঁদ দারা এলাকায় গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। প্রায় ৭০০ থেকে ৮০০ ফুট নীচে পড়ে গিয়েছে গাড়িটি। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

বুধবারই, তেলঙ্গনায় মাওবাদী জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে সেনার ছয় সদস্য নিহত হয়েছিলেন। এর মাত্র কয়েক ঘণ্টা পরই এই ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, তেলঙ্গনার ঘটনায় আরও দুই গ্রেহাউন্ড কমান্ডো সদস্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারাকাগুডেম থানা এলাকায় একটি জঙ্গলে চহল দেওয়ার সময় মাওবাদীদের হামলার মুখে পড়েছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x