TMC: 'ওদের বৌকে বলবেন তোমার স্বামীকে হাসপাতালের ভাত খাওয়াতে পাঠালাম, অর্ধেক তুমি আর অর্ধেক স্বামীকে খাইয়ো', BJP নেতারদের ডাং মারার 'পরামর্শ' TMC নেতার - Bengali News | TMC Leader Give Threat To BJP Workers On RG Kar Issue - 24 Ghanta Bangla News

TMC: ‘ওদের বৌকে বলবেন তোমার স্বামীকে হাসপাতালের ভাত খাওয়াতে পাঠালাম, অর্ধেক তুমি আর অর্ধেক স্বামীকে খাইয়ো’, BJP নেতারদের ডাং মারার ‘পরামর্শ’ TMC নেতার – Bengali News | TMC Leader Give Threat To BJP Workers On RG Kar Issue

0

তৃণমূল নেতার নিদানImage Credit source: Tv9 Bangla

ময়ূরেশ্বর: অনুব্রত মণ্ডল জেলায় থাকাকালীন কখনও পুলিশকে হুমকি, কখনও বিরোধীদের হুঁশিয়ারি দেওয়ার চিত্র ছিল চেনা। তবে তিনি এখন নেই। ঠাঁই তিহাড় জেলে। তবে কেষ্টহীন বীরভূমে হুমকি দেওয়ার মানুষের যেন অভাব নেই। এবার বীরভূমের মল্লারপুরের তৃণমূল নেতা মানস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল বিরোধীদের হাত-পা ভেঙে দেওয়ার নিদান।

আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে আজ বীরভূমের মল্লারপুরে ময়ূরেশ্বর -১ ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের। সেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মল্লারপুরের তৃণমূল কংগ্রেসের নেতা মানস বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেন, “বিজেপি নেতারা যদি দাদাগিরি করতে আসে ব্যাটিং-ফিল্ডিং-ক্যাচিং আপনারা করবেন।” এরপরই তিনি বলেন, “বাড়িতে ডাং আছে তো? ডাঙয়ের বারি মারবেন। হাত-পা ভাঙবেন। ছ’মাসের জন্য হাসপাতালে ভর্তি করে দেবেন। আর ওদের বৌকে বলবেন, যাও তোমার স্বামীকে হাসপাতালের ভাত খাওয়াতে পাঠালাম। অর্ধেক তুমি খাবে। আর অর্ধেক তোমার স্বামীকে খাওয়াবে।”

বীরভূম সাংগঠিকনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, “এটা তৃণমূলের কালচার। অনুব্রত মণ্ডল এই ভাষাতেই কথা বলতেন। এখনও তার সাঙ্গোপাঙ্গোলরা এই ভাষাতেই কথা বলতেন। আগামীদিনে মানুষ এর বিচার করবে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed