Price Hike: গ্যাসের দাম বাড়ল আবার, সিলিন্ডার পিছু ৩৮ টাকা - Bengali News | Commercial LPG cylinder price hike from september 1 - 24 Ghanta Bangla News

Price Hike: গ্যাসের দাম বাড়ল আবার, সিলিন্ডার পিছু ৩৮ টাকা – Bengali News | Commercial LPG cylinder price hike from september 1

0

কলকাতা: বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল আবার। গতমাসের পর এবারও বাড়ল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। তবে রান্নার গ্য়াসের দাম অপরিবর্তিতই থাকছে। প্রতি মাসেই ১ তারিখ রান্নার গ্যাসের নয়া দাম প্রকাশ করা হয়। কখনও দাম বাড়ে আবার কখনও কমে। একইভাবে বাণিজ্যিক গ্যাসের দামেও আসে পরিবর্তন, কখনও আবার অপরিবর্তিতও থাকে। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার রেস্তোরাঁ, হোটেল-সহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে তা। ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত দামে মিলবে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের তুল্যমূল্য বিচার করে মাসের শুরুতে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের বাড়ে, কমে।

এই খবরটিও পড়ুন

রান্নার জন্য বাড়িতে যে এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, সেই ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে সেপ্টেম্বরেও। সিলিন্ডার প্রতি দাম ৮২৯ টাকা। জুলাই ও অগস্টেও সেই দামই ছিল। তবে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে সিলিন্ডার প্রতি ৩৮ টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed