Malda: কেউ দিচ্ছে খুঁটিতে বেঁধে রাখার নিদান, কেউ বলছেন 'বাড়ি ঘেরাও' করতে, RG Kar ইস্যুতে জায়গায়-জায়গায় TMC নেতাদের 'হুমকির' সুর - Bengali News | Malda: TMC Leader Given Threat To BJP Leaders In Malda West bengal - 24 Ghanta Bangla News

Malda: কেউ দিচ্ছে খুঁটিতে বেঁধে রাখার নিদান, কেউ বলছেন ‘বাড়ি ঘেরাও’ করতে, RG Kar ইস্যুতে জায়গায়-জায়গায় TMC নেতাদের ‘হুমকির’ সুর – Bengali News | Malda: TMC Leader Given Threat To BJP Leaders In Malda West bengal

0

ডানদিকে মর্জিনা খাতুন, বাঁদিকে বুলবুল খানImage Credit source: Tv9 Bangla

মালদা: প্রথমে বীরভূম, তারপর মালদহ! জায়গায়-জায়গায় বিজেপি নেতাদের হুমকি দেওয়ার অভিযোগ দেওয়ার উঠছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। এর আগে বীরভূমের তৃণমূল নেতার বিরুদ্ধে বিজেপি কর্মীদের ডাং দিয়ে মারার দিতে শোনা গিয়েছিল। এরপর আবার মালদহে বিজেপি নেতা কর্মীদের খুঁটিতে বেঁধে রাখার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল নেত্রী মর্জিনা খাতুন। শুধু তাই নয়, ভরা সভা থেকে জেলা তৃণমূল সম্পাদক বুলবুল খান আবার এক ধাপ এগিয়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ‘পরামর্শ’ দিলেন।

শনিবার মালদহের হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের সভা ছিল। সেখান থেকে হরিশ্চন্দ্রপুর ১ বি ব্লকের তৃণমূল সভানেত্রী তথা মালদহ জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন বলেন, “আরজি কর কাণ্ডে অভিযুক্ত একজনই। তিলোত্তমাকে একজনই ধর্ষণ করেছে। সে সিভিক ভলান্টিয়র। অভিযুক্তকে আগেই ধরেছে পুলিশ। একাধিক ব্যক্তি যুক্ত নেই। মিথ্যে প্রচার করছে বিজেপি।” পরে আবার সাফাই গেয়ে তৃণমূল নেত্রী বলেন, “আমরা ফরেন্সিকে দেখলাম একজনেরই রিপোর্ট আসছে। পলিগ্রাফ টেস্টেও একজন। বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। ওরা একটাই দাবি করছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা জাস্টিস চাই। আমাদের মুখ্যমন্ত্রী জাস্টিস চেয়েছেন। আমরাও সেইটাই চাইছি। এরপরই তাঁর হুমকি, “আরজিকর নিয়ে প্রতিবাদে নামলে এবার বিজেপি নেতা কর্মীদের খুঁটিতে বেঁধে রাখব।”

অপরদিকে, তৃণমূলের জেলা সম্পাদক বুলবুল খানের হুমকি, “এটা সেন্ট্রালের হাতে আছে। বিজেপি নেতাদের চাপ দিতে হবে, বাড়ি বাড়ি ঘেরাও করতে হবে, জিজ্ঞাসা করতে হবে দোষীদের ফাঁসি কবে হবে?” কার্যত প্রকাশ্য মঞ্চ থেকেই হুমকি দিলেন জেলা সম্পাদক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x