Jonty Rhodes on ROHIT: রোহিত শর্মা কি লখনউতে? ফিল্ডিং কোচ জন্টি রোডস বলছেন... - Bengali News | 'As I said, whatever happens...': Jonty Rhodes on rumors around Rohit Sharma joining LSG - 24 Ghanta Bangla News

Jonty Rhodes on ROHIT: রোহিত শর্মা কি লখনউতে? ফিল্ডিং কোচ জন্টি রোডস বলছেন… – Bengali News | ‘As I said, whatever happens…’: Jonty Rhodes on rumors around Rohit Sharma joining LSG

0

আগামী আইপিএলে মেগা অকশন। স্বাভাবিক ভাবেই নানা জল্পনা এবং প্রশ্ন রয়েছে। রোহিত শর্মা কি মুম্বই ইন্ডিয়ান্সে থাকবেন? সূর্যকুমার যাদব কি কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হয়ে যোগ দেবেন? রোহিত শর্মাকে নেবে কেকেআর! লখনউ সুপার জায়ান্টস কি টাকার থলি নিয়ে বা আরও ভালো করে বললে, রোহিত শর্মার জন্য ৫০ কোটি টাকা আলাদা তুলে রেখেছে? পঞ্জাব কিংস কি রোহিতের জন্য অলআউট ঝাঁপাবে? আরও অনেক অনেক প্রশ্ন। তবে যে প্রশ্নটা সবচেয়ে বেশি জোরালো, তা রোহিত শর্মাকে নিয়ে কাড়াকাড়ি। মেগা অকশনে রোহিত শর্মার নাম থাকলে, তাঁকে নিতে যে হইচই পড়বে, এ বিষয়ে সন্দেহ নেই। আইপিএলে পাঁচটি ট্রফিজয়ী ক্যাপ্টেন রোহিত শর্মা আগামী মরসুমে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিচ্ছেন কিনা, এ নিয়ে জল্পনার অন্ত নেই। কী বলছেন লখনউয়ের ফিল্ডিং কোচ?

অতীতে মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার সঙ্গে কাজ করেছেন জন্টি রোডস। আরও একবার সেই সুযোগ আসবে কিনা, সেই প্রশ্নই করা হয় কিংবদন্তি প্রোটিয়া ক্রিকেটারকে। সর্বকালের সেরা ফিল্ডার জন্টি রোডস বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সে দীর্ঘ সময় কাটিয়েছি। আমি মনে করি, সেরা কাজটা সেখানেই করেছিলাম। সেখানে রোহিত শর্মাকে প্র্যাক্টিস করিয়েছি। ওকে খেলতে দেখেছি। ওর খেলা দেখাও চোখের শান্তি।’

এই খবরটিও পড়ুন

তা হলে এই জুটির পুনর্মিলন হবে লখনউ সুপার জায়ান্টসে? লখনউয়ের ফিল্ডিং কোচ জন্টি রোডস বলছেন, ‘প্রত্যেকটা টিমেরই একটা ভারসাম্য থাকে। রোহিতকে ব্যাট করতে দেখে ভালো লাগে। তার মানে এই নয় যে, আমি বলছি, ওর টিমে যোগ দিতেই হবে, আর হঠাৎ করে আমাদের টিমের সব সেট আপ বদলে দিতে হবে। আর মূল কথা, টিমে যেই আসুক বা থাকুক, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব ভালো রেজাল্ট দেওয়ার।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed