Virat-Anushka: ভিডিয়ো: ঢেলে শপিং করে বিরাটের হাতে ব্যাগপত্তর ধরালেন অনুষ্কা, তারপর... - Bengali News | Virat Kohli Carries Anushka Sharma's Shopping Bags, Video From London Goes Viral - 24 Ghanta Bangla News

Virat-Anushka: ভিডিয়ো: ঢেলে শপিং করে বিরাটের হাতে ব্যাগপত্তর ধরালেন অনুষ্কা, তারপর… – Bengali News | Virat Kohli Carries Anushka Sharma’s Shopping Bags, Video From London Goes Viral

0

ভিডিয়ো: ঢেলে শপিং করে বিরাটের হাতে ব্যাগপত্তর ধরালেন অনুষ্কা, তারপর…

কলকাতা: লন্ডনেই এখন দিন কাটছে বিরাট কোহলির। সঙ্গে রয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। মেয়ে ভামিকা ও ছোট ছেলে অকায়। এর আগে একাধিকবার শোনা গিয়েছে এ বার হয়তো বিরুষ্কার ঠিকানা পাকাপাকি লন্ডন হয়ে গেল। ক্রিকেট-বলিউডের এই সেলেব দম্পতি অবশ্য তা নিয়ে কিছু বলেননি। কিন্তু ছেলে অকায়ের জন্মের পর থেকে লন্ডনেই রয়েছেন অনুষ্কা। বিরাট কোহলি (Virat Kohli) এখন ক্রিকেট থেকে ছুটি পেয়েছেন। আসন্ন দলীপে খেলবেন না। ফিরবেন একেবারে সেপ্টেম্বরে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে। আপাতত লন্ডনে তিনি। সেখানকার রাস্তায় মাঝে মাঝেই তাঁকে দেখা যাচ্ছে। সেই সকল ভিডিয়ো, ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে। এ বার বিরুষ্কার আর এক ভিডিয়ো ঘুরছে নেটদুনিয়ায়। যেখানে দেখা গিয়েছে বিরাটের হাতে একাধিক শপিং ব্যাগ। যা দেখে নেটিজ়েনরা বলাবলি করছেন, শপিং করে বিরাটের হাতে ব্যাগ ধরিয়ে দিয়েছেন অনুষ্কা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, লন্ডনের এক রাস্তায় পেরোচ্ছেন বিরাট ও অনুষ্কা। সামনে ছিলেন অনুষ্কা। তাঁর কাছে একটি ব্যাগ দেখা যায়। আর তাঁর পিছনেই ছিলেন বিরাট কোহলি। তাঁর পিঠে দেখা যায় একটি ব্যাগ। আর হাতে কয়েকটি শপিং ব্যাগ।

২০১৩ সালে বিরাট ও অনুষ্কার প্রথম সাক্ষাৎ। এরপর দীর্ঘদিন প্রেম। তারপর ২০১৭ সালে ইতালিতে বিয়ে তাঁদের। ২০২১ সালে তাঁদের প্রথম সন্তান ভামিকার জন্ম। আর এ বছরের ফেব্রুয়ারিতে ছেলে অকায়ের জন্ম হয়েছে। বিরাট ও অনুষ্কা তাঁদের সন্তানদের লাইমলাইটে আনতে চান না। সোশ্যাল মিডিয়া থেকেও তাঁদের দূরে রেখেছেন। নিজেরাও ছেলে-মেয়ের মুখ দেখানো ছবি নেটদুনিয়ায় শেয়ার করেন না। ভামিকা হওয়ার পর থেকেই এটা মেনে চলছেন তাঁরা। অকায় হওয়ার পরও একই পথে হাঁটছেন বিরুষ্কা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x