Shreyas Iyer: ভিডিয়ো: বুচি বাবুতে KKR সতীর্থ নারিনের মতো বোলিং করলেন শ্রেয়স আইয়ার - Bengali News | Shreyas Iyer imitates KKR teammate Sunil Narine's action in Buchi Babu tournament, watch video - 24 Ghanta Bangla News

Shreyas Iyer: ভিডিয়ো: বুচি বাবুতে KKR সতীর্থ নারিনের মতো বোলিং করলেন শ্রেয়স আইয়ার – Bengali News | Shreyas Iyer imitates KKR teammate Sunil Narine’s action in Buchi Babu tournament, watch video

0

ভিডিয়ো: বুচি বাবুতে KKR সতীর্থ নারিনের মতো বোলিং করলেন শ্রেয়স আইয়ার

কলকাতা: লাল-বলের ক্রিকেটে জমি মজবুত করার লক্ষ্য়ে বুচি বাবুতে খেলছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি একা নন। সূর্যকুমার যাদবকেও এই টুর্নামেন্টে খেলতে দেখা যাচ্ছে। মুম্বইয়ের হয়ে সরফরাজ খানের নেতৃত্বে তামিলনাড়ু একাদশের বিরুদ্ধে এক ওভার বোলিং করেছেন শ্রেয়স। সামনেই বেশ কয়েকটি টেস্ট সিরিজ ভারতের। তাই, ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে কোনও জায়গাতেই খামতি রাখতে চাইছেন না শ্রেয়স। বুচি বাবুতে তাঁকে দেখা গিয়েছে নাইট টিমের সতীর্থ সুনীল নারিনের (Sunil Narine) মতো বল করতে। ভিডিয়ো দেখেছেন?

ক্যারিবিয়ান তারকা সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রায়শই চর্চা হয়। নাইট টিমে একসঙ্গে দীর্ঘদিন খেলছেন শ্রেয়স-নারিন। এ বছর আইপিএলে শ্রেয়সের নেতৃত্বে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝেই কি নারিনের মতো বোলিং অনুশীলন করেছিলেন শ্রেয়স? সে উত্তর নেই। কিন্তু চলতি বুচি বাবু টুর্নামেন্টে তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম দিন শেষ সেশনের ৯০তম ওভারে বল করেন শ্রেয়স আইয়ার। যা দেখে ক্রিকেট প্রেমীরা তাঁর মিল খুঁজে পেয়েছেন সুনীল নারিনের সঙ্গে। এক ওভারের প্রথম ৫ বলে ১ রান দেন শ্রেয়স। কিন্তু ৯০তম ওভারের শেষ বলে আর সোনু যাদব এক ছক্কা হাঁকান শ্রেয়সকে।

এই খবরটিও পড়ুন

ভারতীয় টিমে গৌতম গম্ভীরের জমানায় সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংয়ের মতো ব্যাটাররাও বোলিং করেছেন। ভারতীয় টেস্ট টিমে ফিরতে মরিয়া শ্রেয়স। তাই লাল-বলের ক্রিকেটে নিজেকে সব রকম ভাবে তৈরি করছেন। এরপর আসন্ন দলীপ ট্রফিতে টিম-ডি-কে নেতৃত্ব দেবেন শ্রেয়স। ওই টিমে অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, ঈশান কিষাণ, হর্ষিত রানার মতো ক্রিকেটাররা রয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x