Reetha: বাসন থেকে হাত সব পরিষ্কার হবে এই ফল দিয়ে, দরকার নেই আর রাসায়নিকে ভরা সাবানের – Bengali News | Five ways to use Reetha for cleaning purpose at home

চুলের হাল ফেরাতে অনেকেই রিঠার কথা শুনেছেন। শ্যাম্পুর পরিবর্তে রিঠা দিয়ে চুল ধুয়েছেনও অনেক। কিন্তু রিঠার গুণাগুণ শুধু চুলেই সীমাবদ্ধ নেই। আগেকার দিনে বাড়িঘর থেকে শুরু করে বাসন-গয়নাও পরিষ্কার করা হয় রিঠা দিয়ে। সেই সময় লিক্যুইড সাবান বা ক্লিনিং স্প্রের চল ছিল না। রিঠা দিয়েই হত বাড়িঘর পরিষ্কার। আপনিও এই টোটকা কাজে লাগাতে পারেন।
রিঠা দিয়ে কীভাবে তরল সাবান বানাবেন-
৩০-৩৫টা রিঠা দু’লিটার গরম জলে ঘণ্টাখানেক ডুবিয়ে রাখুন। রিঠাগুলো নরম হয়ে গেলে হাত দিয়ে চটকে ক্বাথ বের করে নিন। বীজগুলো ফেলে দিন। তারপর ওই জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিন। জলটা অর্ধেক হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। সারারাত ওই ভাবেই রিঠার জলটা রেখে দিন। পরদিন সকালে মিশ্রণটি ছেঁকে বোতলে ভরে নিন। বাকি অংশ জল মিশিয়ে নিন।
রিঠা দিয়ে কীভাবে ঘর পরিষ্কার রাখবেন-
১) রিঠার জল দিয়ে জানলার কাচ, দরজা পরিষ্কার করতে পারেন। রিঠার তৈরি তরল সাবান জানলার কাচ, দরজায় স্প্রে করুন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। সমস্ত ময়লা, দাগছোপ পরিষ্কার হয়ে যাবে।
২) গয়না পরিষ্কার করুন রিঠা দিয়ে। সোনা, রূপো, ওক্সিডাইজের জুয়েলারি কিছুক্ষণ রিঠা ভেজানো জলে ডুবিয়ে রাখুন। তারপর বাতিল ব্রাশ দিয়ে ঘষে নিন। পরিষ্কার জলে ধুয়ে নিলেই গয়না চকচক করবে।
৩) মেঝের দাগছোপ তুলতে রিঠা ব্যবহার করুন। ঘর মুছতে পারেন রিঠার জল দিয়ে। ঘর মোছার জলে ৩ কাপ রিঠার জল, ২ কাপ ভিনিগার, ১ চামচ নুন ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ঘর মুছতে পারেন।
৪) বাসন মাজতে পারেন রিঠা দিয়ে। বাসন মাজার সাবানের পরিবর্তনে রিঠা ব্যবহার করুন। ৩ কাপ রিঠার জলের সঙ্গে ১/২ কাপ গ্লিসারিন ও ১ চামচ জ্যানথান গাম পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে কাঁসার থালা-বাসন ভাল পরিষ্কার হয়।
৫) বাড়ির তৈরি হ্যান্ডওয়াশ ব্যবহার করতে চান? রিঠার জলে কয়েক ফোঁটা লেবুর রস ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। তৈরি হোমমেড হ্যান্ডওয়াশ।