BJP Bandh: বনধের শুরুতেই উত্তেজনা, কোচবিহারে আটক ২ বিজেপি বিধায়ক, টেনে হিঁচড়ে তোলা হল গাড়িতে – Bengali News | BJP Bandh: BJP Called for 12 hour Strike today, 2 BJP MLA Detained by Police in Coach behar while Protesting

আটক করা হল বিজেপি বিধায়ককে।Image Credit source: TV9 বাংলা
কোচবিহার: বনধের শুরুতেই অশান্তি। কোচবিহারে বনধ পালন করতে গিয়ে আটক দুই বিজেপি বিধায়ক। তাদের জোর করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। উত্তপ্ত পরিস্থিতি। এলাকায় মোতায়েন বিশাল সংখ্যক পুলিশ। যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
নবান্ন অভিযানে ছাত্রদের উপরে পুলিশি অত্যাচারের অভিযোগ এনেই আজ, বুধবার ১২ ঘণ্টা ডাক দিয়েছে বিজেপি। ভোর ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বনধ পালন করা হবে বলেই জানিয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এ দিন সকালে কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের নতুন বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ অবস্থানে বসে বিজেপি কর্মী-সমর্থকরা। বাসের সামনে বসে পড়ে স্লোগান দিতে থাকেন তাঁরা।
এরপরই ময়দানে নামে পুলিশ। আটক করা হয় তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় ও কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে-কে । বিজেপির কর্মী-সমর্থকদের টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে।
বনধে সামিল আরেক বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, “অত্যাচারী মমতা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছে, তারপরও গদি ছাড়ছেন না। আমরা শান্তিপূর্ণভাবে আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রতিবাদ চালিয়ে যাব।”