BJP 12 Hour Bandh Live: টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বনগাঁয় রেল অবরোধ বিজেপির, থমথমে বনধের সকাল – Bengali News | BJP Bandh: BJP Called for 12 Hour Strike in West Bengal, Protest, Obstruction in Several Places Live Update in Bengali

বনগাঁয় ট্রেন অবরোধ।Image Credit source: TV9 বাংলা
আজ, বুধবার ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও মঙ্গলবার নবান্ন অভিযানে আন্দোলনকারীদের উপরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদেই আজ ১২ ঘণ্টার তদন্তের ডাক দিয়েছে বিজেপি। গতকালই সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে, রাজ্য সরকার জানিয়েছে, এই বনধের বিরোধিতা করা হবে। যান চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ আবার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদেরও প্রতিষ্ঠা দিবস রয়েছে। একদিকে বনধ, আরেকদিকে সভা- দুই মিলিয়ে বাংলার পরিস্থিতি কী হয়, তা দেখুন সরাসরি-