Barasat Bandh: বারাসতে খণ্ডযুদ্ধ, গাড়ির চাবি কেড়ে নিয়ে ভাঙচুর, ট্রেন অবরোধ ঘিরে তৃণমূল-বিজেপির ধুন্ধুমার - Bengali News | BJP Bandh: BJP Workers Forcefully Close Shop, vandalize Cars in Barasat, TMC BJP fight over Rail Strike - 24 Ghanta Bangla News

Barasat Bandh: বারাসতে খণ্ডযুদ্ধ, গাড়ির চাবি কেড়ে নিয়ে ভাঙচুর, ট্রেন অবরোধ ঘিরে তৃণমূল-বিজেপির ধুন্ধুমার – Bengali News | BJP Bandh: BJP Workers Forcefully Close Shop, vandalize Cars in Barasat, TMC BJP fight over Rail Strike

0

বারাসতে বনধ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি।Image Credit source: TV9 বাংলা

বারাসত: সকাল থেকেই উত্তেজনা বিজেপির বনধ ঘিরে। বারাসতে গাড়ি ভাঙচুরের অভিযোগ। অন্যদিকে, ট্রেন অবরোধও করে রেখেছে বিজেপির কর্মী-সমর্থকরা। বারাসত স্টেশনে মুখোমুখি বিজেপি ও তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি কোনওভাবেই ট্রেন পরিষেবা বন্ধ রাখা যাবে না। এদিকে বিজেপি কর্মীরা লোকাল ট্রেনের ইঞ্জিন বেয়ে উঠে পড়েন, যাতে ট্রেন চলতে না পারে। সবমিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি।

আরজি কর কাণ্ড ও মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদেই আজ রাজ্যজুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। সকালেই বনধ পালন ঘিরে উত্তেজনা ছড়ায় বারাসতের চাপাডালি মোড়ে। দোকানিদের জোর করে দোকান বন্ধ করিয়ে দেওয়া হয়। গাড়িও আটক করে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। অভিযোগ, একাধিক বাস-ট্রাকের চাবি কেড়ে নিয়েছে বিজেপির কর্মী-সমর্থকরা। এর জেরে মাঝ রাস্তাতেই আটকে পড়েছে বাস-ট্রাক। বিপর্যস্ত যান চলাচল। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

অন্যদিকে, বারাসত রেল স্টেশনেও ধুন্ধুমার পরিস্থিতি। বারাসত রেল স্টেশনে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপির রেল অবরোধের মাঝেই কাউন্সিলর দেবব্রত দাসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি মিছিলও এসে পৌঁছায়। তাদের দাবি, ট্রেন সচল রাখতে হবে। বিজেপিও পিছু হটতে নারাজ। তারা ট্রেনের সামনে চড়ে বসে। dপরিস্থিতি সামাল দিতে নেমেছে পুলিশ ও জিআরপি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x