Nabanna Abhijan LIVE: আজ নবান্ন অভিযান, জলকামান-কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত কলকাতা পুলিশও – Bengali News | Nabanna abhijan Kolkata Police is also ready with gas in Nabanna campaign today

নবান্নের সামনে পুলিশি তৎপরতা Image Credit source: TV9 Bangla
মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযান। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করে জোরদার তৎপর কলকাতা পুলিশও। পুলিশি নিরাপত্তা তুঙ্গে। হাওড়া, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসার সম্ভাবনা রয়েছে। তাই কলকাতা ও হাওড়ার বেশ কয়েকটি রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।