Medinipur: জন্মাষ্টমীর পুজোয় বসার আগেই তুলে নিয়ে গেল পুলিশ, থানায় বিক্ষোভ বিজেপির – Bengali News | Allegation without any reason police detained a bjp worker from debra

Medinipur: জন্মাষ্টমীর পুজোয় বসার আগেই তুলে নিয়ে গেল পুলিশ, থানায় বিক্ষোভ বিজেপির – Bengali News | Allegation without any reason police detained a bjp worker from debra

অবস্থানে বিজেপি কর্মীরা।Image Credit source: TV9 Bangla

মেদিনীপুর: কোনও কারণ ছাড়াই বাড়ি থেকে বিজেপি নেতাকে তুলে নিয়ে আসার অভিযোগ উঠল। প্রতিবাদে সোমবার রাতে ডেবরা থানায় ধরনায় বসেন বিজেপি কর্মীরা। একেবারে থানায় ঢোকার গেটে বসে পড়েন তাঁরা। তাঁদের দাবি, কারণ ছাড়া এভাবে কাউকে তুলে আনার অর্থ জোর জুলুম। তারই প্রতিবাদে থানায় এসে ধরনায় বসেছেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

সোমবার জন্মাষ্টমী ছিল। অভিযোগ, এদিন রাতে ডেবরা এলাকার এক সক্রিয় বিজেপি কর্মী বিপ্লব দিন্দাকে ডেবরা থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এই খবর ছড়াতেই বিজেপি কর্মীরা থানায় ভিড় করেন। সেখানে স্লোগান দিতে থাকেন, বসে পড়েন।

এই খবরটিও পড়ুন

ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাসের বক্তব্য, বিজেপি নেতাদের চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, “আমাদের কর্মী বিপ্লব দিন্দার বাড়িতে পুজো ছিল। ওর পুজোয় বসার কথা। তার আগে তুলে নিয়ে যায় পুলিশ। মা, বাবার সামনে দিয়ে ছেলেটাকে তুলে নিয়ে যায়। অথচ কোনও কারণ জানায়নি। এমনকী বিপ্লবকেও কিছু জানায়নি। আমরা বারবার পুলিশের কাছে জানতে চাই। কিছুই বলেনি। উল্টে থানায় আমাদের বিপ্লবের সঙ্গে দেখা করতে দেয়নি। এভাবে আটকে রাখার মানে কী?” এই ঘটনা ঘিরে জেলা রাজনীতিতে চাঞ্চল্য শুরু হয়েছে। ঠিক কী কারণে ওই বিজেপি কর্মীকে থানায় নিয়ে যাওয়া হয় রাতে, তাও অস্পষ্ট।

Source link

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *