Government Employees: সরকারি নির্দেশ মানেননি, অগস্ট মাসে বেতন নাও পেতে পারেন ১৩ লক্ষ কর্মী! - Bengali News | Over 13 Lakhs Government Employees may Lose Salary of August Month due to this reason - 24 Ghanta Bangla News

Government Employees: সরকারি নির্দেশ মানেননি, অগস্ট মাসে বেতন নাও পেতে পারেন ১৩ লক্ষ কর্মী! – Bengali News | Over 13 Lakhs Government Employees may Lose Salary of August Month due to this reason

0

লখনউ: বহুদিন ধরে সরকার বলছে, তবুও কর্মীদের কানে উঠছে না কথা। এবার বড় পদক্ষেপ যোগী সরকারের। অগস্ট মাসে বেতন কম বা নাও পেতে পারেন ১৩ লক্ষেরও বেশি সরকারি কর্মী। উত্তর প্রদেশ সরকার এই পদক্ষেপ করতে চলেছে।

জানা গিয়েছে, উত্তর প্রদেশের সরকারি কর্মীদের দীর্ঘদিন ধরে সম্পত্তির বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছিল। মানব সম্পদ পোর্টালের মাধ্যমে এই তথ্য আপলোড করতে বলা হয়েছিল। এখনও পর্যন্ত যারা তথ্য আপলোড করেননি, তারা অগস্ট মাসে বেতন নাও পেতে পারেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার কর্মীদের চূড়ান্ত বার্তা দিয়েছে। ৩১ অগস্টের মধ্যে সম্পত্তির তথ্য আপলোড না করলে, কড়া শাস্তি পেতে হবে। কর্মীদের এই মাসের বেতন বন্ধ করে দেওয়া হবে। এমনকী, প্রোমোশনেও প্রভাব পড়বে।

এই খবরটিও পড়ুন

জানা গিয়েছে, উত্তর প্রদেশ সরকারের তরফে প্রথমে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ধার্য করা হয়েছিল। এরপর একাধিকবার মেয়াদ বাড়ানো হয়, তাও টনক নড়েনি কর্মীদের। এখনও পর্যন্ত মাত্র ২৬ শতাংশ সরকারি কর্মী পোর্টালে তাদের সম্পত্তির তথ্য আপলোড করা হয়েছে।

উত্তর প্রদেশের মোট ১৭ লক্ষ ৮৮ হাজার ৪২৯ জন কর্মীর মধ্যে প্রায় ১৩ লাখের বেশি কর্মী সম্পত্তির তথ্য আপলোড করেননি। তারাই এবার বেতন নাও পেতে পারেন। এই বিষয়ে উত্তর প্রদেশের মুখ্য সচিব মনোজ কুমার সিং বলেন যে দীর্ঘদিন ধরেই কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার যারা নির্দেশ অনুসরণ করেছেন, তারাই বেতন পাবেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x