Sandip Ghosh: সব সত্যি বলছেন তো সন্দীপ ঘোষ? ‘পলিগ্রাফ টেস্ট’ করাতে বলল কোর্ট – Bengali News | RG Kar’s Ex principal Sandip Ghosh and 4 students have to go through polygraph test, court gives permission

কলকাতা: আরজি কর-কাণ্ডে অভিযুক্তের ‘পলিগ্রাফ টেস্ট’ করার অনুমতি আগেই দিয়েছিল আদালত। আর এবার সেই ‘কঠিন’ পরীক্ষায় বসতে হবে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। অভিযুক্তের মতো সন্দীপ ঘোষেরও ‘পলিগ্রাফ টেস্ট’ করাতে চায় সিবিআই। বৃহস্পতিবার সেই আবেদন মঞ্জুর করেছে শিয়ালদহ আদালত। গত কয়েকদিন ধরে দফায় দফায় সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। পুলিশও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে। এরই মধ্যে তদন্তে নতুন মোড়।
সবিস্তারে আসছে…
আরজি করের আরও চার পড়ুয়ার