RG Kar Protest: ছোটপর্দার শিল্পীরা এবার পথে, তিলোত্তমার বিচার চেয়ে গলা মেলাবেন রুবেল-পল্লবীরা - Bengali News | Bengali serial artist called a rally on 25 august on protest rg kar case - 24 Ghanta Bangla News

RG Kar Protest: ছোটপর্দার শিল্পীরা এবার পথে, তিলোত্তমার বিচার চেয়ে গলা মেলাবেন রুবেল-পল্লবীরা – Bengali News | Bengali serial artist called a rally on 25 august on protest rg kar case

0

তিলোত্তমার নৃশংস হত্যায় ফুঁসছে গোটা বিশ্ব। দেশ থেকে বিদেশ, সকলেই বিচার চেয়ে পথে নামছেন। তিলোত্তমার হয়ে লড়ছে আজ গোটা বিশ্বের নারীরা। নারী নির্যাতন আর কত? আর কবে সুরক্ষা দেওয়া সম্ভবপর হবে? খাস কলকাতার বুকে ঘটে যাওয়া এই নারকীয় ঘটনা ঘুম কেড়েছে সকলের। পথে নামছেন প্রতিটা মানুষ, প্রতিটা ক্ষেত্র থেকে প্রতিটা বিভাগ থেকে। তালিকা থেকে বাদ পড়ছে না শিল্পীমহলও। টলিপাড়াও প্রতিবাদে সামিল। কখনও নামছেন পথে, কখনও করছেন রাত দখল, কখনও আবার সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে হচ্ছেন সামিল। এবার ছোট পর্দার শিল্পীরা নামছেন পথে। ২৫ অগাস্ট রবিবার ইন্দ্রপুরী স্টুডিও থেকে দেশপ্রিয় পার্কের উদ্দেশে করা হবে মিছিল। সন্ধ্যে ৬টায় রওনা দেবেন সকলে।

ইতিমধ্যেই সকলের হাতে হাতে ছড়িয়ে পড়েছে এই পোস্ট। শিল্পীরা শেয়ার করছেন নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিলোত্তমা বিচার পাক, এই চিৎকারে সামিল হচ্ছেন তাঁরাও। ইতিমধ্যেই ১৮ অগস্ট অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালকেরা পথে নেমেছিলেন। বৃষ্টি মাথায় নিয়ে হেঁটেছিলেন খান্না থেকে শ্যাম বাজারের পথে। তবে ওই একটা মিছিলেই পা বাড়ানো নয়, সপ্তাহ ঘোরার আগেই আরও দুটো মিছিলের আয়োজন করল টলিপাড়া।

সেই তালিকায় রইল ছোট পর্দার শিল্পীরাও। TV9 বাংলার পক্ষ থেকে পল্লবী শর্মার সঙ্গে যোগাযোগ করে হলে তিনি জানান, তিনি থাকছেন। সকলের হাতে হাতে ছড়িয়ে পড়ছে এই বার্তা। তিনিই খবর পেয়েছেন। অন্যদিকে রুবেল দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নিশ্চয়ই থাকার চেষ্টা করব। তবে পরিস্থিতি দেখি কী দাঁড়ায়, কাজ কেমন কী থাকে, তবে আগেই তো জানতে পেরেছি, সময় করে নেওয়ারও চেষ্টা করব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x