India Tour of England: বাজ়বল বনাম জ্যাজ়বল, ক্যালেন্ডারে মার্ক করুন রোহিতদের ইংল্যান্ড সফরের সূচি
Image Credit source: X
কলকাতা: প্রহর গোনার পালা এ বার শেষ… ক্যালেন্ডারে মার্ক করুন রোহিত শর্মার ভারতের ইংল্যান্ড সফরের (India Tour of England) সূচি। নতুন বছরে ইংল্যান্ড সফর দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু করবে ভারত। ইংল্যান্ডের মাটিতে গিয়ে ৫ টেস্টের সিরিজ খেলবেন রোহিত শর্মারা। এ বার কি এই সিরিজ হবে বাজ়বল বনাম জ্যাজ়বল? ক্রিকেট প্রেমীরা সে কথাই যেন বলাবলি শুরু করেছেন। বিসিসিআইয়ের পক্ষ থেকে টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরের সূচি ঘোষণা করা হয়েছে। এক ঝলকে দেখে নিন কবে, কোথায় হবে ভারত-ইংল্যান্ডের ৫ টেস্টের সিরিজ।
বিস্তারিত আসছে…