PM Narendra Modi: ৪ দশকে প্রথমবার পোল্যান্ড সফরে প্রধানমন্ত্রী, জেলেনস্কির সঙ্গেও দেখা করবেন ইউক্রেনে - Bengali News | PM Narendra Modi leaves for Poland Ukraine Visit, First in 45 Years - 24 Ghanta Bangla News

PM Narendra Modi: ৪ দশকে প্রথমবার পোল্যান্ড সফরে প্রধানমন্ত্রী, জেলেনস্কির সঙ্গেও দেখা করবেন ইউক্রেনে – Bengali News | PM Narendra Modi leaves for Poland Ukraine Visit, First in 45 Years

0

পোল্যান্ডের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: PTI

নয়া দিল্লি: লোকসভা নির্বাচন শেষ হতেই একের পর এক গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রী মোদী। সম্প্রতিই রাশিয়া সফরে গিয়েছিলেন তিনি। এবার পোল্যান্ড-ইউক্রেন সফরে প্রধানমন্ত্রী। ৪৫ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পোল্যান্ড সফরে গেলেন। এরপর ২৩ অগস্ট ইউক্রেনে যাবেন প্রধানমন্ত্রী মোদী।

ভারত-পোল্যান্ডের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি হচ্ছে। সেই সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোল্য়ান্ডের উদ্দেশে রওনা দিলেন। এ দিন পোল্যান্ডে রওনা দেওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “ওয়ারশোর উদ্দেশে রওনা দিচ্ছি। এক বিশেষ সময়ে পোল্যান্ড সফরে যাচ্ছি যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি হচ্ছে। পোল্যান্ডের সঙ্গে এই বন্ধুত্ব ভারতের কাছে অত্যন্ত মূল্যবান। গণতন্ত্র ও  বহুত্ববাদের প্রতিশ্রুতিই এই সম্পর্ককে আরও মজবুত করেছে।”

এই খবরটিও পড়ুন

প্রধানমন্ত্রী জানান, তিনি পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করবেন। পাশাপাশি ওয়ারশোয় অনাবাসী ভারতীয়দের আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। জানা গিয়েছে, কূটনীতি থেকে প্রতিরক্ষা বিষয়ে অংশীদারিত্ব ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

প্রসঙ্গত, বিগত ৪৫ বছরে এই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পোল্যান্ড সফরে যাচ্ছেন। এর আগে ১৯৭৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই পোল্যান্ড গিয়েছিলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময়ে, ২০২২ সালে ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন থেকে উদ্ধার করে আনতে যে ‘অপারেশন গঙ্গা’ পরিচালন করেছিল ভারত সরকার, তাতে বিশেষ সহায়তা করেছিল পোল্যান্ড। ভারতীয় পড়ুয়ারা ইউক্রেন থেকে পোল্যান্ডের পথ ধরেই দেশে ফিরেছিলেন।

এদিকে, পোল্যান্ড সফর শেষে ইউক্রেনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ অগস্ট ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভলেদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x