Anandapur: ঝোপের মধ্যে পড়েছিল রক্তাক্ত শরীর, আনন্দপুরে মহিলার দেহ উদ্ধার – Bengali News | Anandapur A unknown body recovered from anandapur

আনন্দপুরে মহিলার দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla
কলকাতা: আর জি কর-কাণ্ডে গোটা বাংলা এখন তপ্ত। এই পরিস্থিতিতে সাতসকালে রাস্তার ধারে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে পথ চলতি সাধারণ মানুষ আনন্দপুরে রাস্তার ধারেই ঝোপের মধ্যে একটা কিছু পড়ে থাকতে দেখেন। প্রথমে তাঁরা বিষয়টা ভালো ভাবে বুঝতে পারেননি। কাছে গিয়ে দেখেন এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান।
তবে ওই মহিলাকে এলাকার কেউ চিনতে পারেননি। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রক্তাক্ত ছিল শরীর। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, অন্যত্র খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে।
এমনিতেই আরজি কর কাণ্ডে তপ্ত রয়েছে পরিস্থিতি। তার মধ্যেই শহরের বুকে আরও এক মহিলার দেহ উদ্ধার ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।