Rajdhani Exprees: এনজেপির কাছে রাজধানী-মালগাড়ি এক লাইনে, রেল জানাল কী ঘটেছে… – Bengali News | What happen with dibrugarh Rajdhani Express near njp rail clarify what happen

Rajdhani Exprees: এনজেপির কাছে রাজধানী-মালগাড়ি এক লাইনে, রেল জানাল কী ঘটেছে… – Bengali News | What happen with dibrugarh Rajdhani Express near njp rail clarify what happen

শিলিগুড়ি: রাজধানী এক্সপ্রেস আর মালগাড়ি এক লাইনে। হঠাৎই এই খবর সামনে আসতে চাঞ্চল্য ছড়ায়। গত কয়েকদিনে একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে। সেই আবহে এই ঘটনা ঘিরে হইচই পড়ে যায়। তবে বিষয়টি তেমন নয় বলেই দাবি রেলের। এনজেপি থেকে আড়াই কিলোমিটার দূরে সাহুডাঙ্গির কাছে সোমবারের ঘটনা। দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ও একটি মালগাড়ি এক লাইনে ছিল।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

এই ঘটনার জেরে রাজধানীর যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ আধিকারিক। সিগনাল বিভ্রাটের জন্য এমনটা হয়েছে বলে সূত্রের খবর। তবে এখানে সংশয়ের কিছুই নেই, দাবি রেলের। যতক্ষণ না মাল গাড়িটি ওই লাইন থেকে বেরোবে ততক্ষণ রাজধানী বেরোতে পারবে না। কিছুদিন আগে বর্ধমানে এই ধরনের ঘটনায় সংশয় তৈরি হয়েছিল। এটা সেই ধরনেরই ঘটনা।

সিপিআরও (কাটিহার ডিভিশন) কে কে শর্মা জানান, অটোমেটিক সিগনাল ব্যবস্থা অনুযায়ী দু’টি ট্রেন একই লাইনে এক কিলোমিটার ব্যবধানে থাকে। এনজেপির কাছেও তাই হয়েছে। মালগাড়ির ইঞ্জিন বিকল হয়। লাইনে দাঁড়িয়ে ছিল। পিছনে ছিল রাজধানী এক্সপ্রেস। তাকেও এক কিলোমিটার আগে দাঁড় করিয়ে দেওয়া হয়। এরপর অন্য ইঞ্জিন এনে মালগাড়ি সরিয়ে নিয়ে গেলে তারপর রাজধানী এক্সপ্রেস ও চলে যায়। কোনও দুর্ঘটনা হয়নি।

Source link

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *