R G Kar: তিলোত্তমার ধর্ষণ-খুনের পর একটি প্রশ্নই তুলেছিলেন বিশিষ্ট চিকিৎসক, যা সাড়া ফেলেছে আন্তর্জাতিক স্তরেও, তাতেই লালবাজারে তলব! কী বলেছিলেন, জানালেন নিজেই, শুনুন – Bengali News | R g kar Why Lalbazar doctor called Kunal Sarkar? What did he say?
কী বলেছিলেন চিকিৎসক কুণাল সরকার? Image Credit source: TV9 Bangla
কলকাতা: আরজি কর কাণ্ডে দুই বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করেছে লালবাজার। ইতিমধ্যেই তাঁদেরকে নোটিস পাঠানো হয়েছে। রবিবারই দুই বিশিষ্ট চিকিৎসককে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তবে এদিন হাজিরা দিতে পারবেন না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন চিকিৎসক কুণাল সরকার। অন্যদিকে, চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন তিনি এখনও নোটিসই পাননি।
কিন্তু কেন নোটিস?
চিকিৎসক কুণাল সরকার “আমার ইংরাজিতে বলা একটা বক্তব্য, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি আলোচিত হয়েছে একাধিক মানুষের দ্বারা।” কিন্তু কী সেই বক্তব্য? কী রয়েছে তাতে? TV9 বাংলা যোগাযোগ করেছিল বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারের সঙ্গে।
চিকিৎসক কুণাল সরকার বিস্তারিত জানালেন আদতে তিনি তিলোত্তমা ধর্ষণ ও খুন নিয়ে ঠিক কী প্রশ্ন তুলেছিলেন? কুণাল সরকার বলেন, “আমি যে জিনিসটা হাইলাইট করেছি, যেটা আমার বক্তব্য, সেটা কেবল পশ্চিমবঙ্গের জন্য নয়, দেশ, আন্তর্জাতিক স্তরেও বহু মানুষ দেখেছেন। আমি ইংরাজিতে বক্তব্যটা রেখেছিলাম। বলেছিলাম, ভারতবর্ষের সংবিধানের অনেক মহৎ দিক রয়েছে। ভারতের আইন-সংবিধানিক ব্যবস্থার ভয়ঙ্কর দুর্বলতা হল, কখনও সেন্টার ও কখনও স্টেট তাদের প্রয়োজন মতো, সেন্ট্রাল ল অ্যান্ড অর্ডার কিংবা স্টেট ল অ্যান্ড অর্ডারকে নিজেদের সুবিধামতো প্রভাবিত করেন, তখন পুলিশ লজিক্যালভাবে কাজকর্ম করে উঠতে পারে না।”
চিকিৎসকের মতে, “আমরা যদি সবাই আমাদের কাজ নিয়ে তৎপর থাকতাম, তাহলে সেই ৯ অগাস্টের ভোরের পর থেকে কি আমাদের সমাজ এই অবস্থায় থাকত?আমাদের শহর-রাজ্য এই অবস্থায় থাকত? থাকত না অবশ্যই। বহু মানুষ সমাজ মাধ্যমে নিজেদের বক্তব্য, মত প্রকাশ করেছেন। আমারও মনে হয়েছে, একজন অতি সাধারণ মানুষ হিসাবে নিজেদের পয়েন্ট অফ ভিউ হাইলাইট করতে।”
বিশিষ্ট চিকিৎসকের কথায়, “যতক্ষণ আমরা বাংলায় ঘেউ ঘেউ করছিলাম, কেউ খুব একটা সেদিকে নজর দিচ্ছিল না। জাতীয় আন্তর্জাতিক স্তরে ঘেউ ঘেউ করলে, সেটা নজরে পড়ছে।” তিনি মনে করেন, “পুলিশ ফোর্স যথেষ্ট দক্ষ ও পেশাদার। তাঁরা যদি তাঁদের কাজটা নিজেদের বুদ্ধি-অভিজ্ঞতা-ক্ষমতা অনুযায়ী করতে পারেন, তাহলে অবশ্যই এতগুলো আক্ষেপ নিয়ে সাধারণ মানুষ-চিকিৎসকরা সামনে আসতে পারতেন না।”
তবে লালবাজারের তলবে রবিবারই সাড়া দিচ্ছেন না চিকিৎসক কুণাল সরকার। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তিনি শহরের বাইরে রয়েছেন। নোটিসের বিষয়টি নিয়ে তিনি ভেবে দেখে পদক্ষেপ করবেন।