Alum: কোন নিয়মে ফিটকিরি লাগালে উজ্জ্বল হবে ত্বক? আর কী উপকার মেলে এতে? - Bengali News | Tips to use alum or Fitkiri for glowing skin - 24 Ghanta Bangla News

Alum: কোন নিয়মে ফিটকিরি লাগালে উজ্জ্বল হবে ত্বক? আর কী উপকার মেলে এতে? – Bengali News | Tips to use alum or Fitkiri for glowing skin

0

মনে আছে ছোট বেলায় বাবার দাড়ি কাটার সময় গিয়ে দাঁড়ালেই দু’গালে আদর করে কেমন ফিটকিরি ঘষে দিত। এখনও পাড়ার মোড়ে সেলুনে দাড়ি কাটার পরে ফিটকিরি ঘষে দেওয়ার চল রয়েছে। আসলে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক রূপে ফিটকিরির ব্যবহার বহু পুরনো। অনেক জায়গায় মুখের নানা ট্রিটমেন্টের কাজে ফিটকিরি ব্যবহার করা হয়।

এতে আছে পটাশিয়াম অ্যালুমিনাম সালফেট। যা আদপে প্রদাহনাশক এবং অ্যাস্ট্রিনজেন্ট জাতীয় একটি উপাদান। ত্বকের নানা সমস্যা দূর করতে টোটকা হিসাবেও ব্যবহার করা হয় ফিটকিরি। চাইলে একটি জলে ভিজিয়ে নিয়ে সরাসরি মুখে মাখতে পারেন ফিটকিরি, বা গুঁড়ো করে ফেস প্যাকে মিশিয়ে নিয়েও ত্বকে লাগাতে পারেন।

কী উপকার হয় ফিটকিরি লাগালে?
ফিটকিরির অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এ ছাড়া ত্বকে প্রদাহজনিত সমস্যা, ব্যাক্টেরিয়া নির্মূল করতে খুব কার্যকরী এই খনিজ।

ফিটকিরির মধ্যে প্রাকৃতিক থাকে ‘অ্যাস্ট্রিনজেন্ট’। শরীরে সেরাম উৎপাদনের ক্ষেত্রে সমতা রাখতে এবং ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস-এর সমস্যা নিয়ন্ত্রণে দারুণ উপকারী এই ফিটকিরি। নিয়মিত ব্যবহার করলে ত্বকের উপরে জমা মৃত কোষ সরিয়ে ত্বকের হারানো জেল্লা ফেরাতে সাহায্য করে।

কোন পদ্ধতিতে ব্যবহার করলে মিলবে ফল?

গোলাপজলের সঙ্গে অল্প ফিটকিরি গুঁড়ো মিশিয়ে প্যাকের মতো মুখে মেখে নিতে পারেন। ১০ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিলেই হবে।

দাড়ি কাটার পরে সামান্য জলে ভিজিয়ে নিয়েও সরাসরি মুখে ঘষতে পারেন এটি। কোথাও কেটে গেলেও একই পদ্ধতিতে লাগাতে পারেন ফিটকিরি। তবে কারও যদি শুষ্ক ত্বকের ধাত হয় তবে ফিটকিরি থেকে দূরে থাকাই ভাল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x