Potato: রবিবার থেকেই কি আলু অমিল হবে বাজারে? আজ রাত থেকে আবারও 'ধর্মঘট' - Bengali News | The strike was called from Sunday by the Progressive Potato Traders' Association alleges they facing harrasment - 24 Ghanta Bangla News

Potato: রবিবার থেকেই কি আলু অমিল হবে বাজারে? আজ রাত থেকে আবারও ‘ধর্মঘট’ – Bengali News | The strike was called from Sunday by the Progressive Potato Traders’ Association alleges they facing harrasment

0

আলু ধর্মঘটের ডাক আবারও। Image Credit source: TV9 Bangla

বাঁকুড়া: আবারও কি আলুসঙ্কটে পড়তে হবে রাজ্যবাসীকে? কারণ ফের কর্মবিরতির ঘোষণা করল আলু ব্যবসায়ী সমিতি। তাতেই আশঙ্কা, রাজ্য জুড়ে বাজারগুলিতে দেখা দিতে পারে আলুর সঙ্কট। ভিন রাজ্যে এমনকী ভিন জেলায় আলু পাঠানোর ক্ষেত্রে অহেতুক জটিলতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। এই অভিযোগকে সামনে রেখেই আবারও কর্মবিরতির পথে হাঁটছে তারা। সমিতির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, শনিবার রাত থেকেই রাজ্যজুড়ে এই কর্মবিরতি শুরু হবে। স্বভাবতই এমনটা হলে আলুর সঙ্কট তৈরি হবে বাজারগুলিতে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

অন্য রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে পুলিশের বাধার অভিযোগ তুলে জুলাই মাসের ২০ তারিখ রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ৫ দিন টানা সেই কর্মবিরতি চলে। রাজ্যের বাজারগুলিতে সে সময় আলুর সঙ্কট তৈরি হয়। যদিও সে সময় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছিলেন।

এই খবরটিও পড়ুন

মন্ত্রীদ্বয়ের কাছ থেকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তও নেন আলু ব্যবসায়ীরা। আবারও সেই একই পথে হাঁটার কথা জানালেন ব্যবসায়ীরা। সমিতির দাবি, শুধু প্রতিবেশী রাজ্যগুলিতেই নয়, অন্যান্য জেলায়ও আলু পাঠানোর ক্ষেত্রেও পুলিশ ও প্রশাসনের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন আলু ব্যবসায়ীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x