Rishabh Pant: কোথাও যাচ্ছেন না ঋষভ পন্থ, নিশ্চিত করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় – Bengali News | IPL 2025: Rishabh Pant will stay at Delhi Capitals, confirms Sourav Ganguly
আগামী আইপিএলে কোথায় খেলতে দেখা যেতে পারে ঋষভ পন্থকে। এই নিয়ে বিস্তর আলোচনা চলছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণে মেগা অকশন হবে। প্রতিটা দলে নানা রদবদল হবে। জল্পনা চলছিল, আগামী মরসুমে ঋষভ পন্থ চেন্নাই সুপার কিংসে যোগ দিতে পারেন। তার অন্যতম কারণ ধোনিকে নিয়ে ধোঁয়াশা। চেন্নাই সুপার কিংস টিমেও নানা রদবদল হবে। গত মরসুমে মহেন্দ্র সিং ধোনির ব্যাকআপ কিপার বলতে ছিলেন তরুণ কিপার আরাবল্লী অবনিশ। কোনও ম্যাচেই খেলানো হয়নি তাঁকে। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ও কিপিং করতে পারেন। কিন্তু স্পেশালিস্ট নন। সেদিক থেকেই ঋষভ পন্থকে নিয়ে আগ্রহ বাড়ছিল। সেই সম্ভাবনা কমছে। দিল্লি ক্যাপিটালসেই থাকবেন ঋষভ।
আগামী মরসুমের জন্য ঠিক কতজন প্লেয়ার রিটেন করা যাবে, তা এখনও নিশ্চিত করেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিল। সংখ্যাটা ৪ থেকে ৬-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। সংখ্যাটা ৪ হলেও এর মধ্যে থাকবেন ঋষভ পন্থ। ২০২২ সালে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। গত আইপিএল দিয়েই ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন হয়। তার আগের মরসুমে ঋষভ খেলতে না পারলেও তার জার্সি ডাগআউটে রাখা থাকত। হোম ম্যাচে গ্যালারিতেও দেখা গিয়েছিল। সেই ঋষভকে যে দিল্লি ক্যাপিটালস রেখে দেবে এমনটাই প্রত্যাশিত।
আইপিএলে প্রত্যাবর্তনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ পান ঋষভ। শুধু তাই নয়, তাঁকে তিন নম্বরে খেলানো হয়। বেশ কিছু ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন পন্থ। সদ্য শ্রীলঙ্কা সফরেও ভালো পারফর্ম করেছিলেন ঋষভ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ও নিশ্চিত করেছেন, ঋষভ পন্থ দিল্লিতেই থাকছেন। সবটাই পরিষ্কার হবে আইপিএল গভর্নিং কাউন্সিলের মিটিংয়ের পর।