FACT CHECK: প্যারিস অলিম্পিকে সোনাজয়ী আর্শাদ নাদিমের প্রাইজমানি কেটে নিচ্ছে পাক সরকার? - Bengali News | Fact check did arshad nadeems paris olympics 2024 prize money going to be taxed by pakistan government - 24 Ghanta Bangla News

FACT CHECK: প্যারিস অলিম্পিকে সোনাজয়ী আর্শাদ নাদিমের প্রাইজমানি কেটে নিচ্ছে পাক সরকার? – Bengali News | Fact check did arshad nadeems paris olympics 2024 prize money going to be taxed by pakistan government

0

প্যারিস অলিম্পিকে পাকিস্তানের সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম। Image Credit source: X

কলকাতা: প্রাইড অব পাকিস্তান… এই কয়েকটা শব্দ লেখা ব্যানারে মোড়ানো হয়েছে হুডখোলা একটা বাস। তাঁর উপর দাঁড়িয়ে রয়েছেন প্যারিস অলিম্পিকে (Paris Olympics) সোনাজয়ী পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম (Arshad Nadeem)। কয়েকদিন আগেই প্যারিসে জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন নাদিম। তারপর থেকে তাঁকে নিয়ে পাকিস্তানে সেলিব্রেশন চলছে। এই নাদিম অবশ্য কিছুদিন আগে সে দেশ থেকে বিন্দুমাত্র সমর্থন পাননি। নতুন জ্যাভলিন কেনার টাকাও ছিল না তাঁর কাছে। আর অলিম্পিকে সোনা জেতার পর থেকে তাঁকে নিয়ে মাতামাতির শেষ নেই। এরই মাঝে শোনা গিয়েছে প্যারিস অলিম্পিকে সোনাজয়ী আর্শাদ নাদিমের প্রাইজমানি কেটে নিচ্ছে পাক সরকার। সত্যিই কি তাই?

ইতিমধ্যেই গুজব ছড়িয়েছে যে, প্যারিস গেমসে সোনাজয়ী পাক জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমের প্রাইজমানি কেটে নিচ্ছে তাঁর দেশের সরকার। আসলে প্যারিস অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট পাচ্ছেন ৮০ হাজার ইউরো আর্থিক পুরস্কার। যা প্রায় ৭৪ লক্ষ টাকার কাছাকাছি। জানা গিয়েছে,ওই প্রাইজমানির পুরোটা নাকি পাচ্ছেন না আর্শাদ নাদিম। ফেডারেল বোর্ড অফ রেভিনিউ অবশ্য এই দাবি উড়িয়ে দিয়েছে। ফেডারেল বোর্ড অফ রেভিনিউের মুখপাত্র জানিয়েছেন, এই খবর একেবারে ভুল। পাক সরকার আর্শাদ নাদিমের অলিম্পিকে পাওয়া প্রাইজমানি থেকে কোনও ট্যাক্স নিচ্ছে না।

বরং পাকিস্তানের সোনার ছেলে সে দেশে ফেরার পর পাক সরকার আর্শাদ নাদিমের জন্য ১০ কোটি PKR আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে, আর্শাদ নাদিমের বাড়ি যেখানে, খানেওয়ালে তাঁর নামে একটি স্পোর্টস সিটি গড়ে দেবেন। পঞ্জাব গভর্নর সর্দার সালিম হায়দার জানিয়েছেন, নাদিমকে ২ মিলিয়ন PKR আর্থিক পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া সিন্ধের মুখ্যমন্ত্রী ৫০ মিলিয়ন PKR এবং প্রভিনেন্সের গভর্নর ১ মিলিয়ন PKR আর্থিক পুরস্কার দিচ্ছে আর্শাদকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed