Paris Olympics 2024: ২২ বছর পর দাদার কীর্তি! অলিম্পিকে গ্রেট ব্রিটেনকে হারিয়ে জামা ওড়ালেন হকি তারকা - Bengali News | Sourav Ganguly took off his jersey in Lords, Sumit Kumar did same after India beat Great Britain in Paris Olympics 2024 quarter final - 24 Ghanta Bangla News

Paris Olympics 2024: ২২ বছর পর দাদার কীর্তি! অলিম্পিকে গ্রেট ব্রিটেনকে হারিয়ে জামা ওড়ালেন হকি তারকা – Bengali News | Sourav Ganguly took off his jersey in Lords, Sumit Kumar did same after India beat Great Britain in Paris Olympics 2024 quarter final

0

Paris Olympics 2024: ২২ বছর পর দাদার কীর্তি! অলিম্পিকে গ্রেট ব্রিটেনকে হারিয়ে জামা ওড়ালেন হকি তারকা

কলকাতা: লর্ডসের ব্যালকনি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জার্সি খুলে ওড়াচ্ছেন — এই দৃশ্য ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে খোদাই করা রয়েছে। ২০০২ সালের ১৩ জুলাই ইংল্যান্ডকে ন্যাটওয়েস্ট ট্রফিতে হারিয়েছিল ভারত। তারপরই মহারাজ নিজের জার্সি খুলে উড়িয়েছিলেন। ২২ বছর পর ফের দাদার কীর্তির পুনরাবৃত্তি করলেন ভারতের হকি তারকা। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) গ্রেট ব্রিটেনকে হারিয়ে জার্সি খুলে ওড়ালেন ভারতের এক হকি প্লেয়ার। এই কীর্তি করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। এ বার খোঁজ পড়েছে তাঁর। জানেন ২২ বছর পর সৌরভের মতো করে জামা ওড়ালেন কে?

সে বার ছিল ২২ গজ, এ বার হকির ময়দান…

ভারতীয় কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় ন্যাটওয়েস্ট ট্রফিতে টিম ইন্ডিয়া জেতার পর লর্ডসে জামা উড়িয়েছিলেন। আর প্যারিসে গ্রেটেস্ট শো অন দ্য আর্থে গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিতে উঠতেই জার্সি খুলে ওড়ালেন সুমিত কুমার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভারতীয় হকি তারকার জার্সি খুলে ওড়ানোর ছবি, ভিডিয়ো। সকলেই বলছেন, সুমিত মনে করালেন সৌরভকে।

প্যারিস গেমসে ভারত-গ্রেট ব্রিটেন কোয়ার্টার ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় অবধি স্কোরলাইন ছিল ১-১। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে প্যারিস গেমসের সেমিফাইনালের টিকিট পেয়েছে টিম ইন্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় টিমকে সকলে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছে। এ বার সেমিফাইনালে জিততে পারলে সোনার আরও কাছাকাছি পৌঁছে যাবে ভারতীয় টিম। টোকিও অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি টিম ব্রোঞ্জ পেয়েছিল। ৪১ বছরের পদকের খরা কাটিয়েছিল। এ বার প্যারিসে ভারতের ভাগ্যে হকি থেকে সোনা আসে কিনা সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x