IND vs SL ভিডিয়ো: কলম্বোয় শ্রেয়স আইয়ারের বুলস আই, বিরাটের বিহু! - Bengali News | Indian Cricket Team in Sri Lanka: Shreyas Iyer Direct throw, Virat Kohli Bihu Dance - 24 Ghanta Bangla News

IND vs SL ভিডিয়ো: কলম্বোয় শ্রেয়স আইয়ারের বুলস আই, বিরাটের বিহু! – Bengali News | Indian Cricket Team in Sri Lanka: Shreyas Iyer Direct throw, Virat Kohli Bihu Dance

0

শ্রেয়স আইয়ার কি অলিম্পিকে নেমেছেন? ভারতীয় অ্যাথলিটরা অলিম্পিকে পদকের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন। কলম্বোয় ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ চলছে। অলিম্পিকের রেশ শ্রেয়স আইয়ারের মধ্যেও! শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে বুলস আই শ্রেয়স আইয়ারের। এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শ্রেয়স। ফিল্ডিংয়ে শ্রেয়সের পাশাপাশি দুর্দান্ত বিরাট কোহলি। শুধু ফিল্ডিংয়ের ক্ষেত্রেই নয়, বিহু ডান্সেও মাতলেন বিরাট কোহলি।

কলম্বোয় দ্বিতীয় ওয়ান ডে-তে প্রথমে ব্যাট করেছে শ্রীলঙ্কা। গত ম্যাচে ভারতের টার্গেট ছিল ২৩১। দ্বিতীয় ওয়ান ডে-তে ১০ রান বেশি। ফিল্ডাররা অবশ্য মরিয়া চেষ্টা করেন। বোলারদের লাগাতার সাপোর্ট করে যান। শেষ ১০ ওভারে শ্রীলঙ্কা ৭৯ রান তোলে। সে কারণেই ভারতের টার্গেটও বাড়ে। এর মাঝে অবশ্য শিরোনামে জায়গা করে নিয়েছে বিরাট কোহলির সেভ, শেষ ওভারে রান আউট। শর্ট কভারে সেভটা ছিল দুর্দান্ত। মাঝে বিহু নাচেও মাতলেন বিরাট কোহলি। যে সেলিব্রেশন মূলত রিয়ান পরাগ করে থাকেন।

শ্রেয়স তেমনই বুলস আই থ্রো-তে রান আউট করেন কামিন্দু মেন্ডিসকে। বোলিংয়ে অর্শদীপ। অফসাইডের বাইরে বল। মিড উইকেটে ক্যাচ উঠেছিল। শ্রেয়স আইয়ার অনেকটা দৌড়ে এলেও ক্যাচ নেওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছতে পারেননি। তবে বল ধরে আর দেরি করেননি। দ্রুত থ্রো করেন। দ্বিতীয় রান নেওয়ার জন্য দৌড়চ্ছিলেন কামিন্দু মেন্ডিস। ডিরেক্ট থ্রোয়ে উইকেট ভেঙে দেন শ্রেয়স আইয়ার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x