পরিবারে সম্পত্তি ঘিরে বিবাদ, নয়তো ঐশ্বর্য নন, এই নায়িকাই হতেন বচ্চন পরিবারের বউ - Bengali News | Before aishwarya rai bachchan this actress going to get marry abhishek bachchan then why it was not happened - 24 Ghanta Bangla News

পরিবারে সম্পত্তি ঘিরে বিবাদ, নয়তো ঐশ্বর্য নন, এই নায়িকাই হতেন বচ্চন পরিবারের বউ – Bengali News | Before aishwarya rai bachchan this actress going to get marry abhishek bachchan then why it was not happened

0

তিনি জুনিয়ার বচ্চন। অমিতাভ বচ্চনের সন্তান। তবে কোথাও গিয়ে যেন বলিউডে পায়ের তলার মাটি শক্ত হওয়ার আগেই তাঁকে পড়ে যেতে হয় বাবার সঙ্গে তুলনায়। বলিউডের অন্যতম স্টারকিড। কিন্তু বাবার পরিচয়টাই কী সব? কেরিয়ারে নিজেকেও কড়া টক্করের মুখে পড়তে হবে, তা আগে থেকেই বুঝে গিয়েছিলেন অভিষেক বচ্চন। হয়েছে-ও তাই। প্রথম থেকেই বারবার কটাক্ষের শিকার হয়েছেন তিনি কেবল বাবার নামের জন্য, প্রতিটা পদে পদে শুনতে হয়েছে তিনি নাকি বাবার মতো অভিনয় করতে পারেন না। একবার এক মহিলা প্রকাশ্যে তাঁকে সপাট চড় মেরে বসেছিলেন। জানিয়ে দিয়েছিলেন তিনি মোটেও সুযোগ্য পুত্র নন। বাবার নাম নষ্ট করছেন তিনি। সত্যি কি তাই! সময়ের সঙ্গে সঙ্গে অভিষেক বচ্চন প্রমাণ করে দিয়েছেন যে অভিনয়টা তিনি পারেন।

তবে সবক্ষেত্রে হয়তো ভাগ্য তাঁর সহায় হয় না। একটা সময় এই ভাগ্য ও প্রতিযোগিতার জেরেই তাঁর জীবনের প্রেম ভেঙেছে। কেরিয়ার প্রশ্নের মুখে থাকায় বিয়ে ভেঙে গিয়েছিল তাঁর। কী যোগ্যতা, কতটাকাই বা রোজগার করতে পারবেন, সবটা নিয়ে ছিল প্রশ্ন। স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের মতো অভিষেকের জীবনেও প্রেম কম আসেনি। তালিকায় রানি মুখোপাধ্যায় থেকে শুরু করে রয়েছে করিশ্মা কাপুরের নাম। তবে জানেন কি, যে একটা সময় অভিষেক বচ্চনের জীবন থেকে প্রেম চলে গিয়েছিল কেবল মাত্র টাকার জন্যে? জানেন তিনি কে? তিনি হলেন করিশ্মা কাপুর।

করিশ্মা কাপুরকে মন দিয়েছিলেন অভিষেক বচ্চন। কিন্তু বিয়ে হয়নি তাঁদের। কারণ একটাই, কাপুর পরিবারের জামাই হওয়ার যোগ্যতা খুঁজে পাননি করিশ্মা কাপুরের মা। বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায় করিশ্মা কাপুরের মা জানিয়েছিলেন, করিশ্মাকে বিয়ে দিতে তিনি রাজি নন। কারণ বলিউডে তখন করিশ্মা কাপুর রাজত্ব করছেন। কিন্তু অভিষেক বচ্চনের কেরিয়ার তখন সবে শুরু। শোনা যায় করিশ্মা কাপুরের মা চেয়েছিলেন অমিতাভ বচ্চন যেন তাঁর সম্পত্তির অর্ধেক অভিষেকের নামে লিখে দেন। এই শর্তে রাজি হননি অমিতাভ বচ্চন। ফলে এই সম্পর্কে এখানেই ইতিটানতে হয় জুনিয়ার বচ্চনকে। সেই প্রথম প্রেম ভাঙে। এরপর রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও জড়িয়েছিল নাম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x