Stain Removal Tips: ৩ ঘরোয়া উপায়ে নিমেষে গায়েব হবে রান্নাঘর থেকে শোওয়ার ঘর, যে কোনও দেওয়ালের জেদি দাগ - Bengali News | 3 hacks to clean stain from the walls - 24 Ghanta Bangla News

Stain Removal Tips: ৩ ঘরোয়া উপায়ে নিমেষে গায়েব হবে রান্নাঘর থেকে শোওয়ার ঘর, যে কোনও দেওয়ালের জেদি দাগ – Bengali News | 3 hacks to clean stain from the walls

0

রান্নার জেদি তেলকালি বা বাড়ির বাচ্চাদের বদমাইশি যাই হোক না কেন, নোংরা হয় সেই বাড়ির দেওয়াল। কিন্তু নতুন দেওয়ালে রং ভর্তি থাকলে কেমন লাগে বলুন তো! এবার এই রং কী করে পরিষ্কার করবেন?
সাদা দেওয়ালে একবার তেলের দাগ, তেলের ছোপ লাগলে সেটা তোলা খুব ঝামেলার। হাজার বার জল দিয়ে ধুয়ে, জলে ভেজানো কাপড় দিয়ে দেওয়াল রগড়ালেও ওই তেলের দাগ সাদা দেওয়ালে লেগেই থাকে। বিশ্রি দেখতে লাগে ঘর, এমনকি রান্নাঘরও! এই ভেবেই মাথায় হাত? চিন্তা নেই রইল টিপস।

ভিনিগার
একটা পাত্রে সাদা ভিনিগার রাখুন। ভিনিগারের ভেতর স্পঞ্জের টুকরো চোবান। কয়েক সেকেন্ড রেখে স্পঞ্জটা পাত্র থেকে তুলে নিয়ে সামান্য চিপে নিন। এবার ওই ভিনিগার ভিজে স্পঞ্জ দিয়ে তেলের দাগ লাগা জায়গাটায় ঘসুন। একটু ঘসলেই আপনার ঘরের সাদা দেওয়াল থেকে তেলের দাগ-ছোপ উঠে যাবে।

কর্নস্টার্চ
একটা ছোট বাটিতে জল নিয়ে তাতে তিন চামচ কর্নস্টার্চ মিশিয়ে নিন। যতক্ষণ না পর্যন্ত ওটা একটা পেস্টের মতো হচ্ছে, চামচ দিয়ে গুলিয়ে নিন। ওই পেস্ট যেখানে তেলের দাগ লেগেছে বা যেখানে রং-পেন্সিলের দাগ লেগেছে, তার উপর লাগিয়ে দিন। কয়েক মিনিট রাখুন। তারপর একটা পরিষ্কার সাদা কাপড়ের টুকরো দিয়ে ওই পেস্টটার ওপর মুছতে থাকুন। একটু ঘষলেই নিমেষে পরিষ্কার হয়ে যাবে জেদি দাগ।

বেকিং সোডা
একটা পাত্রে জল আর বেকিং সোডার একটি পেস্ট তৈরি করুন। সেই পেস্ট দেওয়ালের তেলের দাগের ওপর লাগিয়ে কয়েক মিনিট রেখে সাদা পরিষ্কার কাপড় দিয়ে ঘষতে থাকুন। কয়েক মিনিটেই গায়েব হবে সব বাজে দাগ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x