Nirmala Sitharaman on Mamata Banerjee: ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফাইটার’, সংসদে দাঁড়িয়ে বললেন নির্মলা – Bengali News | Finance minister Nirmala Sitharaman called West Bengal CM Mamata Banerjee a fighter

মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইটার বললেন নির্মলা সীতারামন
নয়াদিল্লি: কয়েকদিন আগেই তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের বিরোধিতায় সরব বিরোধীরা। আর এই বাজেট নিয়ে আলোচনা করতে গিয়েই নির্মলা সীতারামনের দেশীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। দেশের দুই প্রাক্তন অর্থমন্ত্রীর প্রসঙ্গ তুলে তৃণমূল সাংসদ বলেন, তাঁদের মতো বিদেশি ডিগ্রি নেই নির্মলা সীতারামনের। তাই তিনি নতুন ও উদ্ভাবনী ভাবনা কিছু আনতে পারছেন না। এবার সেই প্রসঙ্গেই সংসদে দাঁড়িয়ে তৃণমূল সাংসদকে জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর সেই জবাব দিতে গিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইটার বলে উল্লেখ করলেন।
২৩ জুলাই বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন। এই নিয়ে টানা ৬ বার বাজেট পেশ করলেন। তাঁর এই বাজেটের বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরা। সেই বাজেটের বিরোধিতা করতে গিয়েই প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের প্রসঙ্গ তোলেন সৌগত। লোকসভায় তিনি বলেন, “নির্মলা সীতারমন মনমোহন সিং অথবা চিদম্বরমের মতো হবেন সেটা আশা করি না। ডক্টর মনমোহন সিংয়ের মতো বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অক্সফোর্ড থেকে পিএইচডি করা নেই। চিদম্বরমের মতো হার্ভাড থেকে ম্যানেজমেন্ট ডিগ্রি করা নেই। তিনি আমাদের জেএনইউ থেকে পড়াশোনা করেছেন। তিনি নতুন ও উদ্ভাবনী ভাবনা কিছু আনতে পারছেন না।”
এরই জবাব দিতে গিয়ে প্রথমে বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর প্রসঙ্গ টানেন নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, বাংলার অর্থমন্ত্রী জিএসটি কাউন্সিলে আমার সঙ্গে বসেন। আমি তাঁকে শ্রদ্ধা করি। জিএসটি কাউন্সিলে তাঁর বড় অবদান রয়েছে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন? তিনি কি নতুন ভাবনা আনতে পারেন না? এটা আমি জিজ্ঞাসা করছি।”
এই খবরটিও পড়ুন
এরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তোলেন। নির্মলা সীতারামন বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ থেকে পাশ করেছেন। তিনি একজন ফাইটার। আমরা বলছি, তিনি একজন ভাল মুখ্যমন্ত্রী। তিনি লড়াই করছেন। আমি অবাক হয়ে যাচ্ছি যে তারপর প্রশ্ন তুলছি যে ভারতীয় কলেজে পড়াশোনা করলে উদ্ভাবনী ভাবনা আসে না। বাংলার মুখ্যমন্ত্রী কিংবা আমি ভারতের কলেজ থেকে পাশ করেছি।” সৌগত রায়কে কটাক্ষ করে তিনি বলেন, অধ্যাপক সৌগত রায় ভারতের কলেজে পড়িয়েছেন। তিনি হার্ভাডে পড়াননি। অক্সফোর্ডে পড়াননি।