সোনম কাপুরকে হাতে সাড়ে তিন হাজার টাকা গুঁজে দিতেন সঞ্জয় লীলা ভানসালী – Bengali News | This is what sonam kapoor received from sanjay leela bhansali as her first assignment

কী কাণ্ড! তারকা সন্তান হয়ে তিনি নাকি লোকের কাছে লিফ্ট চাইতেন। তিনি নাকি পরবর্তীকালে আবার ফ্যাশন আইকন হিসেবে পরিচিতিও পেয়েছিলেন। মাত্র সাড়ে তিন হাজার টাকা টিপস পেতেন প্রথম কাজে! যাঁদের প্রথম রোজগারের টাকার অঙ্কটা বলতে লজ্জা করে, একবার সোনম কাপুরের কথাটা ভেবে দেখতে পারেন। অনিল কাপুরের মতো তারকার কন্যা হয়ে তাঁর প্রথম রোজগার ছিল মাত্র সাড়ে তিন হাজার টাকা। জানতেন?
পরিচালক সঞ্জয় লীলা ভানসালীর কাছে ব্যাক-ক্যামেরায় কাজ করতেন সোনম। কাজের অভিজ্ঞতা একেবারেই ছিল না তাঁর। ভানসালী তাঁকে কাজ শেখার একটা সুযোগ করে দিয়েছিলেন মাত্র। বাবা অনিলও তাই চেয়েছিলেন–মেয়ে হাতে-কলমে কাজ শিখুক। প্রথম কাজের টিপস হিসেবে সোনমকে মাত্র সাড়ে তিন হাজার টাকা দিয়েছিলেন ভানসালী।
এখানেই শেষ নয়। আরও আছে। সোনমের হাতে তখন একদমই টাকা থাকত না। বাড়ি থেকে কোনও পকেট মানি পেতেন না তিনি। বাবা-মায়ের বিলাসবহুল গাড়িও পেতেন না যাতায়াতের জন্য। বাড়ি ফেরার সময় লিফ্ট চাইতেন অন্যদের কাছে। সাড়ে তিন হাজার টাকায় তাঁর অটোতেও যাতায়াত কুলাত না।
এই খবরটিও পড়ুন
পরবর্তীকালে ‘সাওয়ারিয়া’ ছবিতে নায়িকার চরিত্রে সোনমকে কাস্ট করেছিলেন ভানসালী। সেটাই ছিল অভিনেত্রীর ব্রেক। বিপরীতে ছিলেন রণবীর কাপুর। সেটি রণবীরেরও প্রথম ছবি। ভানসালী বলেছিলেন, “সোনমের মুখে কোনও খুঁত নেই। প্রত্যেক অ্যাঙ্গেল থেকেই ওর মুখশ্রী পারফেক্ট!”