আর কোনোদিন IAS হওয়া হবে না বিতর্কিত পূজার, UPSC নিল চরম ব্যবস্থা – Bengali News | UPSC cancels controversial IAS officer Puja Khedkar’s provisional candidature

আর কোনোদিন IAS হওয়া হবে না বিতর্কিত পূজার, UPSC নিল চরম ব্যবস্থা – Bengali News | UPSC cancels controversial IAS officer Puja Khedkar’s provisional candidature

আইএএস হওয়ার স্বপ্ন শেষImage Credit source: TV9 Bangla

নয়া দিল্লি: পুরো দস্তুর আইএএস অফিসার হওয়ার আগেই তাঁর হম্বি-তম্বিতে অবাক হয়ে গিয়েছিলেন জেলাশাসক। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখেছিলেন। আর তারপরই সামনে এসেছিল ‘প্রশিক্ষণার্থী আইএএস’ অফিসার, পূজা মনোরমা দিলীপ খেড়কর ওরফে পূজা খেড়করের বিচিত্র কাহিনি। প্রশ্ন উঠেছিল, আইএএস হওয়ার জন্য তাঁর ‘ওবিসি নন-ক্রিমি লেয়ার’ এবং ‘প্রতিবন্ধী’ কোটার ব্যবহার নিয়ে। তাঁর প্রতিবন্ধকতা কতটা সত্যি, তাই নিয়ে। চতুর্দিকে এই ঘটনা নিয়ে হইচইয়ের মধ্যে, তদন্তে নেমেছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি (UPSC)। বুধবার (৩১ জুলাই), বিতর্কিত এই প্রশিক্ষণার্থী আইএএস অফিসারের বিরুদ্ধে চরম পদক্ষেপ করল ইউপিএসসি কর্তৃপক্ষ।

ইউপিএসসি জানিয়েছে, সিভিল সার্ভিস পরীক্ষা ২০২২-এর আবেদনে অনিয়মের জন্য, আইএএস অফিসার হিসেবে পূজার অস্থায়ী প্রার্থীতা বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে তিনি ইউপিএসসি পরিচালিত আর কোনও পরীক্ষাও দিতে পারবেন না। অর্থাৎ, তাঁর আর কোনোদিনই আইএএস অফিসার হওয়া সম্ভব নয়।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *