ব্রিটেনের ব্যবসায়ী প্রেমিক জুটেছে কৃতির, গ্রিসের আলো-আঁধারি দ্বীপে হারালেন দুটিতে – Bengali News | Is bollywood actress kriti sanon dating businessman Kabir bahia

ব্রিটেনের ব্যবসায়ী প্রেমিক জুটেছে কৃতির, গ্রিসের আলো-আঁধারি দ্বীপে হারালেন দুটিতে – Bengali News | Is bollywood actress kriti sanon dating businessman Kabir bahia

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তাঁর ডেট করার গুঞ্জন রটেছিল একটা সময়। ‘আদিপুরুষ’ ছবির শুটিং করার সময় দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। ফের নাকি ‘প্রেমে’ পড়েছেন কৃতি। নেটিজ়েনরাই খুঁজে বের করেছেন কৃতির চর্চিত প্রেমিককে। অভিনেত্রী নাকি ব্রিটেনের এক ব্যবসায়ীর সঙ্গে বাস্তবে জুটি বেঁধেছেন। তাঁর নাম কবীর বাহিয়া। তাঁর সঙ্গেই নাকি ছুটি কাটাচ্ছেন কৃতি। ঘুরে বেড়াচ্ছেন চ্যালেন্ডারের পাতার ছবির মতো সুন্দর গ্রিক দ্বীপ মাইকোনসে। সেই দ্বীপে জুটিতে পার্টিতেও মেতেছেন। আলো-আঁধারের খেলা চলে সেই দ্বীপে। এমন ছবিও পাওয়া গিয়েছে নেটের পাতায়।

কৃতি এবং কবীর, দু’জনেই একই লোকেশন থেকে নিজ-নিজ সোশাল মিডিয়া হেন্ডেলে ছবি পোস্ট করেছেন গ্রিসের। নেটিজ়েনদের অনুমান, জল্পনা এড়ানোর জন্যই একে-অপরকে ট্যাগ করেননি তাঁরা। কিন্তু যে সব ছবি তাঁরা শেয়ার করেছেন, তাতে তাঁরা যে একই সঙ্গে ছুটি কাটাচ্ছেন, তা দু’য়ে দু’য়ে চার করতে অসুবিধা হয়নি নেটিজ়েনদের।

এই খবরটিও পড়ুন

২০২৪ সালের বর্ষবরণ করতে দুবাই গিয়েছিলেন কৃতি। বোন নুপূর শ্যানন ও তাঁর প্রেমিক স্টেবিন বেনের সঙ্গে নতুন বছরে আনন্দ করেন কৃতি। তখনও তাঁকে সঙ্গ দিতে দুবাইয়ে ছুট্টে গিয়েছিলেন কবীর।

Source link

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *