TMC Leader Arrest: সরকারি জমি দখলের অভিযোগ, গ্রেফতার আরও এক TMC নেতা – Bengali News | One TMC Leader Arrested By Police For Land Grabbing Case Siliguri
অভিযুক্ত তৃণমূল নেতাImage Credit source: Tv9 Bangla
শিলিগুড়ি: ফের গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। সরকারি জমি লুঠের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশের জালে ডাবগ্রাম-ফুলবাড়ির প্রাক্তন অঞ্চল সভাপতি চুটকি ওরফে মহম্মদ আহিদ। বান্ন থেকে বেশ কিছু নামের তালিকা যায় প্রশাসনের কাছে। তদন্তে নেমে এরপরই মহম্মদ আহিদকে গ্রেফতার করে পুলিশ।
এই ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর দেবাশিস প্রামাণিক ও গৌতম গোস্বামী নামে এলাকার দুই বড় তৃণমূল নেতা গ্রেফতার হয়। সেই সময় প্রশ্ন উঠতে শুরু করে গ্রেফতারির লিস্টে শুধুই কি দুজন নাকি আরও কেউ রয়েছেন এই তালিকায়। কারণ ওই এলাকায় কান পাতলে আরও একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ শুনতে পাওয়া যায়। এরপর আজ গ্রেফতার হয় মহম্মদ আহিদ।
পুলিশ সূত্রে খবর, এই রকম আরও একাধিক তৃণমূল নেতা পুলিশের আতস কাচের নিচে রয়েছেন। আহিদকে আজ স্পেশাল অপারেশন গ্রুপের দ্বারা এনজেপি থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর শারীরিক পরিক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।