Mohun Bagan Day: পুষ্পবৃষ্টিতে বরণ ম্যাকলারেনদের, অমর একাদশের মূর্তিতে শ্রদ্ধা শুভাশিসদের - Bengali News | Indian Football News: Historic Mohun Bagan Day celebration - 24 Ghanta Bangla News

Mohun Bagan Day: পুষ্পবৃষ্টিতে বরণ ম্যাকলারেনদের, অমর একাদশের মূর্তিতে শ্রদ্ধা শুভাশিসদের – Bengali News | Indian Football News: Historic Mohun Bagan Day celebration

0

কলকাতা: ২৯ জুলাই। ঐতিহাসিক মোহনবাগান দিবস। আর এই ঐতিহাসিক দিনেই নতুন মরসুমে অনুশীলন শুরু মোহনবাগানের মূল দলের। নিজেদের মাঠে প্র্যাকটিসে নেমে পড়লেন জেসন কামিংস, শুভাশিস বসুরা। এ বছর মোহনবাগানে সই করা অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেনও সোমবার থেকে অনুশীলন শুরু করলেন। ফুলে মালায়, স্লোগানে বরণ করে নেওয়া হল মোহনবাগান ফুটবলারদের। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাস্তব রায়ের কোচিংয়ে জিতেছে মোহনবাগান। সিনিয়র দলের কোচ হোসে মোলিনাও বাগান জার্সিতে অনুশীলন শুরু করালেন। ডুরান্ডের পরবর্তী ম্যাচ থেকেই ডাগ আউটে বসবেন মোলিনা।

আপুইয়া, ম্যাকলারেনরা মাঠে ঢুকতেই পুষ্পবৃষ্টির মাধ্যমে ফুটবলারদের বরণ করে নেন সবুজ-মেরুন সমর্থকরা। গ্যালারি থেকে পুষ্পবৃষ্টি, আর ড্রেসিংরুম থেকে মাঠে প্রবেশ করলেন ফুটবলাররা। কোচ মোলিনা প্রথম দিনই দেড় ঘণ্টার অনুশীলন করান। প্রথম দিনের অনুশীলনে অবশ্য দেখা যায়নি দিমিত্রি পেত্রাতোস আর অনিরুদ্ধ থাপাকে। রবিবার রাতে শহরে এসেই সোমবার দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন জেমি ম্যাকলারেন। প্রথম দিন মূলত ফিটনেস অনুশীলনই করেন ফুটবলাররা। প্র্যাকটিস শেষে সমর্থকদের সেলফির আব্দার মেটালেন আপুইয়ারা।

এ বছর বিশেষ ভাবে পালিত হল মোহনবাগান দিবস। জন্মভিটে থেকে শুরু মশাল মিছিল। মোহনবাগান লেন থেকে অমরজ্যোতি নিয়ে মিছিল করে নিয়ে আসা হল ক্লাবে। মোহনবাগান ক্লাবের অমর একাদশ লনে অমরজ্যোতি প্রজ্জ্বলন করা হল। মিছিলে পা মেলালেন অতীন ঘোষ, কুণাল ঘোষরা। অমর একাদশের মূর্তিতে শ্রদ্ধা জানালেন কোচ মোলিনা থেকে শুভাশিস বসু, লিস্টন কোলাসোরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x