Blood Disease: রক্তে প্লেটলেটের সংখ্যা কম? ডেঙ্গি থেকে সেরে ওঠার পর হতে পারে মারাত্মক রোগ – Bengali News | Blood disease can cause of blood platelate count decrease
বর্ষাকাল মানেই ডেঙ্গির প্রকোপ বাড়ে। ডেঙ্গি আক্রান্ত হলে রোগীর রক্তের প্লেটলেটের সংখ্যা কমতে থাকে। প্লেটিলেট ৫০ হাজারের নীচে নেমে গেলে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। তবে প্লেটলেট কমে যাওয়া শুধুমাত্র ডেঙ্গির কারণে হয় না, আরও একটি রোগ রয়েছে। এই রোগটিকে ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া পুরপুরা বলা হয়। রক্তে হওয়া এই রোগটি প্লেটলেটের সংখ্যা দ্রুত কমাতে পারে। এখনও পর্যন্ত এই রোগের কারণ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন যে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার কিছু ত্রুটির কারণে এই রোগ হয়।
মুম্বইয়ের জাসলোক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের বিশিষ্ট চিকিৎসক জানান, ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়ায়, শরীরের ইমিউনিটি সিস্টেম নিজেই প্লেটলেটগুলির ক্ষতি করতে শুরু করে। এর ফলে শরীরে প্লেটলেটের পরিমাণ কমতে শুরু করে। সিবিসি এবং পিএস পরীক্ষার সাহায্যে এই রোগ শনাক্ত করা হয়। কিছু ক্ষেত্রে ডেঙ্গি থেকে সেড়ে ওঠার পর এই রোগ হতে পারে।
কোন পরীক্ষায় রোগ শনাক্ত হয়?
যদি কেউ ডেঙ্গি আক্রান্ত না থাকে এবং তারপরেও শরীরে প্লেটলেটের সংখ্যা ১ লাখের নীচে থাকে এবং ক্রমাগত কমতে থাকে, তখন এটি ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া রোগের লক্ষণ হতে পারে। যদিও এই রোগটি খুব বেশি সাধারণ নয়, তবুও এর উপসর্গ থাকে। তাই উপসর্গগুলি দেখসে সিবিসি পরীক্ষা করা উচিত। পরীক্ষায় প্লেটলেট ১ লাখের কম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ওষুধের মাধ্যমে এই রোগ সহজেই নিয়ন্ত্রণ করা যায়।
কী উপসর্গ?
১) ত্বকের নিচে ছোট ছোট দাগ তৈরি হয়
২) মাড়ি, মুখ এবং নাক থেকে রক্তপাত
৩) শরীরে বড় আঘাত লাগার মতো ব্যথা বা ফোলা
৪) হাঁটু বা কনুই, জয়েন্টে ক্ষত
৫) সবসময় ক্লান্ত বোধ করা
৬) পিরিয়ডসের সময় অতিরিক্ত রক্তপাত
কীভাবে রক্ষা পাওয়া যায়?
রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যাঘাতের কারণে এই রোগ হয়। ফলে এটা প্রতিরোধের বিশেষ কোনও উপায় না থাকলেও এই রোগটি সহজেই নিয়ন্ত্রণ করা যায়। যদি শরীরে কম প্লেটলেটের লক্ষণ দেখা যায়, তাহলে রক্ত পরীক্ষা করুন এবং ডাক্তারের পরামর্শ নিন।