‘দেশ জুড়ে চক্রব্যুহ তৈরি করা হয়েছে… যার কেন্দ্রে আছে ৬ জন’, সংসদে কড়া আক্রমণ রাহুল গান্ধীর – Bengali News | Rahul Gandhi speech at loksabha, attacks Modi and central govt, reacts on budget
পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার পর লোকসভায় ফের কেন্দ্রকে কড়া আক্রমণ বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কৃষক থেকে যুব সম্প্রদায় বা মধ্যবিত্তদের জন্য বাজেটে কোনও ঘোষণা নেই বলে দাবি করেছেন তিনি। কংগ্রেস সাংসদ এদিন শুরুতেই বলেন, ‘দেশ জুড়ে চক্রব্যুহ তৈরি করা হয়েছে, যা ব্যুহের কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করছে ৬ জন।’ তাঁর বক্তব্য ঘিরে উত্তাল হয় সংসদ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন স্পিকার ওম বিড়লা।
আর কী কী বললেন রাহুল গান্ধী, একনজরে-
- “দেশ জুড়ে চক্রব্যুহ তৈরি করা হয়েছে। আমি জানতে পেরেছি চক্রব্যুহ নাকি পদ্মের মতো দেখতে ছিল। সেখানে অভিমন্যুকে মারা হয়েছিল। আর এখানে অভিমন্যু হলেন দেশের কৃষক, যুব সম্প্রদায়, ক্ষুদ্র ব্যবসায়ীরা।”
- অভিমন্যুকে ৬ জন মিলে মেরেছিল অভিমন্যুকে। আজও ৬ জনই কেন্দ্রে আছে। তারাই চক্রব্যুহটা কন্ট্রোল করে।
সবিস্তারে আসছে…