থ্যাঁতলানো মুখ, শরীর জুড়ে শুধুই কোপ! ভিড় স্টেশনের পাশেই যুবতীর হাল দেখে শিউরে উঠলেন যাত্রীরা - Bengali News | 20 Year Old Woman Allegedly Murdered by Her Boyfriend, Body Thrown in Bushes Near Rail Station in Navi Mumbai - 24 Ghanta Bangla News

থ্যাঁতলানো মুখ, শরীর জুড়ে শুধুই কোপ! ভিড় স্টেশনের পাশেই যুবতীর হাল দেখে শিউরে উঠলেন যাত্রীরা – Bengali News | 20 Year Old Woman Allegedly Murdered by Her Boyfriend, Body Thrown in Bushes Near Rail Station in Navi Mumbai

0

উদ্ধার হয় এই যুবতীর দেহ।Image Credit source: Twitter

মুম্বই: স্টেশনের পাশে ঝোপের ভিতরে পড়েছিল দেহ। দেখা যাচ্ছিল শুধু কাপড়ের একটা অংশ। তা দেখেই পুলিশে খবর দেয় যাত্রীরা। পুলিশ আসতেই জনবহুল রেল স্টেশনের পাশ থেকে উদ্ধার হল যুবতীর দেহ। নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে তাঁকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবতীর প্রেমিকই একাধিকবার কুপিয়ে খুন করেছে। ঘটনার পর থেকেই পলাতক যুবক।

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নভি মুম্বইয়ে। পুলিশের কাছে শনিবার রাত দুটো নাগাদ ফোন আসে যে উড়ান স্টেশনের ঠিক পাশেই, একটি ঝোপের মধ্যে দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার করা হয় বছর কুড়ির এক যুবতীর দেহ। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। শরীরে একাধিক ছুরির আঘাত, এমনকী পাথর দিয়ে মুখ থেঁতলে দেওয়া হয়েছিল যুবতীর।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই যুবতীর নাম যশশ্রী শিন্ডে। উড়ানেরই বাসিন্দা সে। কাজ করত বেলাপুরে। দিন কয়েক আগেই তাঁর নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, যুবতীর প্রেমিক তাঁকে খুন করেছে। কোনও কারণে বচসা কিংবা সম্পর্ক ভেঙে যাওয়ার পরই অভিযুক্ত যুবক হয়তো খুন করেছে যুবতীকে। ঘটনার পর থেকে বেপাত্তা ওই যুবকও। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed