Crime News: ‘বিশ্বজিৎকে ডেকে বলল রড দিয়ে মাথায় মার সিদ্ধার্থ শঙ্করের…’, সে এক রক্তারক্তি কাণ্ড – Bengali News | Neibour Accused To Trying Murder Another Man In Paschim Medinipur

চন্দ্রকোনা: দীর্ঘদিন ধরেই জায়গা নিয়ে বিবাদ চলছিল প্রতিবেশীর সঙ্গে। অভিযোগ উঠছিল একজনের জায়গায় অপরজন ঘর বানাচ্ছেন। তবে আজ খুনোখুনি হয়ে গেল। জমি বিবাদের জেরে প্রতিবেশীকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রামের। জানা গিয়েছে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গ প্রতিবেশী আনন্দ দত্তের জায়গা নিয়ে বিবাদ ছিল। সিদ্ধার্থ বাবুর স্ত্রী সোমা রায় দেবীর বক্তব্য, তাঁদের জায়গায় জোর করে নির্মাণ করছেন প্রতিবেশী আনন্দ দত্ত। তারই প্রতিবাদ করলে আনন্দ দত্ত ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে সিদ্ধার্থ রায়কে। আশঙ্কাজনক অবস্থায় সিদ্ধার্থ শঙ্কর রায় ঘাটাল মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর যায় চন্দ্রকোনা থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে আনন্দ দত্তকে আটক করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে আহতের স্ত্রী বলেন, “জায়গা নিয়ে কথাকাটি। সেই সময় আনন্দ ওর ছোট ছেলে বিশ্বজিৎকে ডেকে বলল রড দিয়ে মার। আমি আটকাতে চেষ্টা করি। কিন্তু রড দিয়ে ওর মাথায় মারল। এরপর দা দিয়ে তিনটে কোপ মেরেছে।”