Paris Olympics 2024: ঘোড়াই সর্বেসর্বা… প্যারিস অলিম্পিকে নামার আগে কী বলছেন কলকাতার অনুষ অগরওয়ালা? – Bengali News | Ahead of Paris Olympics 2024 know about Indian equestrian Anush Agarwalla, he has Kolkata connection
Paris Olympics 2024: ঘোড়াই সর্বেসর্বা… প্যারিস অলিম্পিকে নামার আগে কী বলছেন কলকাতার অনুষ অগরওয়ালাImage Credit source: @AnushAgarwalla X
কলকাতা: প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) দামামা বেজে গিয়েছে। ফুটবলের মতো টিম ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। আগামিকাল শুরু হবে প্যারিসে ভারতীয় অ্যাথলিটদের ইভেন্ট। লক্ষ্মীবারে লক্ষ্যভেদ করার জন্য ভারতীয় পুরুষ ও মহিলা তিরন্দাজরা নেমে পড়বেন। প্যারিসে বাংলার মাত্র ২জন অ্যাথলিটকে পারফর্ম করতে দেখা যাবে। আর্চারির অঙ্কিতা ভকত ও ইকুয়েস্ট্রিয়ানের অনুষ অগরওয়ালা (Anush Agarwalla)। কলকাতার ছেলে অনুষ ইতিমধ্যেই ইতিহাসের পাতায় নাম তুলেছেন। বছর ২৪ এর এই ইকুয়েস্ট্রিয়ান প্রথম বার অলিম্পিকে ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে নামার যোগ্যতা অর্জন করেছেন। প্যারিসে নামার আগে অনুষ বলছেন, ‘ঘোড়াই আমাদের ভরসা। ঘোড়া ছাড়া আমরা অসম্পূর্ণ।’ আর কী বললেন হানঝাউ এশিয়ান গেমসে সোনাজয়ী ইকুয়েস্ট্রিয়ান।
মাত্র ৩ বছর বয়সে অনুষ কলকাতায় ঘোড় সওয়ারি করা শুরু করেন। মাত্র ৮ বছর বয়সে কলকাতার এক ক্লাবে অনুষ ফর্মাল রাইডিং পাঠ নেওয়া শুরু করেন। নিজের স্বপ্নপূরণের জন্য ১১ বছর বয়সে দিল্লি চলে যান। পরবর্তীতে আরও উন্নত মানের অনুশীলন করার জন্য অনুষ জার্মানি পাড়ি দেন। সেখানে তিনি অলিম্পিকে সোনা জয়ী হুবের্টাস স্কিমিচকে মেন্টর হিসেবে পান।
২০২২ সালে ড্রেসেজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পারফর্ম করেন অনুষ। এরপর হানঝাউ এশিয়ান গেমসে ড্রেসেজ টিম ইভেন্টে সোনা জেতেন কলকাতার ছেলে। এরপর হানঝাউ গেমসে ড্রেসেজের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়ে ইতিহাস গড়েন অনুষ। এরপর তাঁর লক্ষ্য প্যারিসে পদক। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তিনি প্যারিস অলিম্পিকের টিকিট অর্জন করেছেন। গ্রেটেস্ট শো অন দ্য আর্থে নামার আগে অনুষ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘ঘোড়া ছাড়া আমাদের মূল্য নেই। অবশ্যই একজন ভালো রাইডার হতে হবে। একজন ভালো কোচ থাকতে হবে। কিন্তু সঠিক ঘোড়া ছাড়া আমরা অসম্পূর্ণ।’ এশিয়ান গেমসে Etro-কে সঙ্গী করে সাফল্য পেয়েছিলেন। এ বার দেখার অনুষ প্যারিসে Sir Caramello Old-কে নিয়ে দেশকে পদক জেতাতে পারেন কিনা।