Monsoon Hair Care: চুল পড়া থেকে ফ্রিজিনেস—বর্ষায় এই তেল দু’ফোঁটা মাখলেই পালাবে চুলের সমস্যা – Bengali News | Use Lavender Essential Oil In Monsoon Hair Care

বৃষ্টির জল মাথায় পড়লে শুধু সর্দি-কাশি হয় না। চুলেরও বারোটা বাজে। তাছাড়া এই মরশুমে বাতাসে এত বেশি আর্দ্রতা থাকে যে, চুলের সমস্যা পিছু ছাড়তে চায় না। বেশিরভাগ মানুষের বর্ষাকালে মারাত্মক চুল পড়া। মাথায় হাত দিলেই মুঠো মুঠো চুল উঠে আসে। পাশাপাশি চুল শুষ্ক ও নির্জীব দেখায়। চুলে বাড়ে ফ্রিজিনেস। এসব সমস্যা কিন্তু কোনও শ্যাম্পু দূর করতে পারে না। বর্ষাকালে চুলের যত্নে দুর্দান্ত কাজ করে ল্যাভেন্ডার অয়েল।
ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল রূপচর্চার দুনিয়ায় বেশ জনপ্রিয়। কিন্তু এই তেল ত্বকেরই যত্ন নেয় বেশি। এছাড়া মানসিক চাপ কমাতেও সাহায্য করে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। তবে, এই বর্ষায় চুলের যাবতীয় সমস্যা কমাতে চমৎকার কাজ করে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল।
নিয়মিত ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ব্যবহার করলে চুলের দ্রুত বৃদ্ধি ঘটে। এই তেলের মধ্যে অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ রয়েছে, যা বর্ষাকালে স্ক্যাল্পকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। উকুন, খুশকির মতো সমস্যা দূর করতে সাহায্য করে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। পাশাপাশি বর্ষাকালে হওয়া চুলের দুর্গন্ধ থেকেও মুক্তি দেয় এই তেল।
বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকায় স্ক্যাল্পে জীবাণু সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি চুলের ফলিকলগুলো দুর্বল হয়ে পড়ে। এসব কারমে বর্ষাকালে চুল পড়ার সমস্যা বাড়ে। কিন্তু ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ব্যবহার করলে এই মরশুমে এসব সমস্যার মুখোমুখি হতে হবে না। এছাড়া ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, স্ক্যাল্পকে সুরক্ষিত রাখে।
বর্ষাকালে চুলের যত্নে যে উপায়ে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ব্যবহার করবেন-
যে কোনও এসেনশিয়াল অয়েল কখনওই সরাসরি ত্বক বা স্ক্যাল্পে লাগাবেন না। ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য। কোনও কেরিয়ার অয়েলের সঙ্গে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে চুলে মাখুন। নারকেল তেল কিংবা আমন্ড অয়েলের সঙ্গে ২-৩ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার স্ক্যাল্প ও চুলে ভাল করে মালিশ করুন। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। সপ্তাহে মাত্র ২ দিন চুলে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মাখলে বর্ষায় চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন।